OnePlus Open foldable: প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে! তাক লাগানো ক্যামেরা নিয়ে আসছে OnePlus-এর নতুন এই ফোল্ডেবল ফোন, জেনে নিন সমস্ত ফিচার
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
এর প্রি-অর্ডারও শুরু হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus Open-এর সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় কোম্পানি OnePlus নিয়ে এসেছে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। নাম হল OnePlus Open। OnePlus কোম্পানি বৃহস্পতিবার মুম্বইতে 'ওপেন ফর এভরিথিং' ইভেন্টে প্রথমবারের মতো তাদের ফোল্ডেবল স্মার্টফোন সকলের সামনে উন্মোচন করেছে। এর প্রি-অর্ডারও শুরু হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus Open-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
OnePlus Open foldable স্মার্টফোনের দাম - OnePlus Open ১৬GB RAM এবং ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে ডেলিভারির জন্য উপলব্ধ হবে। অ্যামাজন ই-কমার্স ওয়েবসাইটে অগ্রিম ৫,০০০ টাকা দিয়ে গ্রাহকরা এর প্রাথমিক ক্রেতা হতে পারেন। এর বিক্রয় ২৭ অক্টোবর থেকে শুরু করা হবে।