Old Smartphone: ফেলে দেবেন না পুরনো স্মার্টফোন! এই ৬ কাজে লাগান, হাজার হাজার টাকা বাঁচবে
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই জানেন না, পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায়। এতে হাজার হাজার টাকাও বাঁচবে। কীভাবে? রইল তারই হদিশ।
সেল চলছে। কম দামে নতুন ফোন। ব্যস, কেনা হল। কিন্তু পুরনোটার কী হবে? অনেকেই বছরের পর বছর ধরে পুরনো ফোনই ব্যবহার করেন। অনেকে আবার ঘনঘন ফোন পাল্টান। কিন্তু প্রশ্ন হল, নতুন ফোন কেনার পর পুরনোটার কী হবে? বেশিরভাগ সময়ই পড়ে থেকে থেকে নষ্ট নয়। কিন্তু অনেকেই জানেন না, পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায়। এতে হাজার হাজার টাকাও বাঁচবে। কীভাবে? রইল তারই হদিশ।
advertisement
advertisement
advertisement
সিসিটিভি বানানোর পদ্ধতি: প্রথমে পুরনো এবং নতুন, দুটি ফোনেই আলফ্রেড অ্যাপ ইনস্টল করতে হবে। মাথায় রাখতে হবে, দুটো ফোনেই যেন একই গুগল অ্যাকাউন্ট দিয়ে আলফ্রেড অ্যাপে সাইন আপ করা হয়। এবার পুরনো স্মার্টফোনে ক্যামেরা মোড এবং নতুন স্মার্টফোনকে ভিউ মোডে রাখতে হবে। ব্যস সিসিটিভি তৈরি। পুরনো স্মার্টফোন ঘরের কোনও উঁচু জায়গায় রাখলেই সব কিছু নতুন স্মার্টফোনে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement