OnePlus 13T লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন! ডিসপ্লে ও রঙে রয়েছে চমক, দাম নাগালের মধ্যে!
- Published by:Pooja Basu
Last Updated:
OnePlus-এর এক শীর্ষস্থানীয় আধিকারিকের কাছ থেকে লেটেস্ট ডিটেলস জানা গিয়েছে। আসন্ন এই স্মার্টফোনের কিছু মূল ফিচারের টিজার দিয়েছেন তিনি। আর এই ফিচারের মধ্যে অন্যতম হল ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন এবং কালার অপশন। এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
আগের টিজারে ইতিমধ্যেই বলা হয়েছিল যে, রেগুলার OnePlus 13-র তুলনায় OnePlus 13T-তে থাকবে ছোট এবং ফ্ল্যাটার স্ক্রিন। OnePlus 13-য় ছিল ৬.৮২ ইঞ্চির একটি কার্ভড প্যানেল। তবে 13T-তে থাকতে পারে ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকবে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। ফলে বিষয়টা হবে বেশ কমপ্যাক্ট এবং যা ম্যানেজ করা যাবে অনায়াসে।
advertisement
অফিসিয়াল টিজারের মধ্যে একটিতে দেখানো হয়েছে যে, আসন্ন OnePlus ফোনে স্ক্রিনের চারপাশে থাকবে স্লিম বেজেল। আবার ডিজাইনের দিক থেকে নানা কিছু পরিবর্তন করছে OnePlus। অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে OnePlus 13T-র বাম দিকের পাশে একটি নতুন শর্টকাট কি থাকবে। এই বাটন হবে কাস্টোমাইজেবল। যা এই ফোনের কার্যকারিতা অনেকাংশে বাড়াবে।
advertisement
advertisement