হোলির আগে 'ন্য়াড়া পোড়া'য় PUBG !

Last Updated:
1/5
অপেক্ষা আর কিছু সময়ের ৷ তারপরেই রং খেলায় মেতে উঠবেন দেশের অধিকাংশ মানুষই৷ লাল, নীল, হলুদ, সবুজ - হাজারো রঙের মেলা বসে দোলযাত্রায়।  (Image: PTI)
অপেক্ষা আর কিছু সময়ের ৷ তারপরেই রং খেলায় মেতে উঠবেন দেশের অধিকাংশ মানুষই৷ লাল, নীল, হলুদ, সবুজ - হাজারো রঙের মেলা বসে দোলযাত্রায়। (Image: PTI)
advertisement
2/5
তবে এই উৎসবর মধ্যেও এবার মোবাইল গেম PUBG বন্ধ করার দাবি জানিয়ে মুম্বইয়ে হোলির দহনে জ্বালানো হবে মোবাইলের আকারে তৈরি কুশপুতুলও। (Photo collected)
তবে এই উৎসবর মধ্যেও এবার মোবাইল গেম PUBG বন্ধ করার দাবি জানিয়ে মুম্বইয়ে হোলির দহনে জ্বালানো হবে মোবাইলের আকারে তৈরি কুশপুতুলও। (Photo collected)
advertisement
3/5
এই গেমে প্রচন্ডভাবে আসক্ত হয়ে নিজেদের ক্ষতি করে চলেছে ভারতের এক বড় অংশের যুব সমাজ৷ সম্প্রতি এই গেমটিকে ব্যানও করাও হয়েছে একাধিক শহরে। (Photo collected)
এই গেমে প্রচন্ডভাবে আসক্ত হয়ে নিজেদের ক্ষতি করে চলেছে ভারতের এক বড় অংশের যুব সমাজ৷ সম্প্রতি এই গেমটিকে ব্যানও করাও হয়েছে একাধিক শহরে। (Photo collected)
advertisement
4/5
পাবজির জন্য পড়াশোনায় ক্ষতি হচ্ছে৷ গোল্লায় যেতে বসেছে পড়ুয়ারা৷ পাবজিতে আসক্তি স্বামী নাওয়া খাওয়া ভুলে মোবাইলে মগ্ন৷ এই কারণে সংসারে নিত্য অশান্তি৷ (Photo collected)
পাবজির জন্য পড়াশোনায় ক্ষতি হচ্ছে৷ গোল্লায় যেতে বসেছে পড়ুয়ারা৷ পাবজিতে আসক্তি স্বামী নাওয়া খাওয়া ভুলে মোবাইলে মগ্ন৷ এই কারণে সংসারে নিত্য অশান্তি৷ (Photo collected)
advertisement
5/5
এই গেম ব্যবহারকারীদের এতটাই আচ্ছন্ন করে ফেলেছে এই গেম যে তা ডেকে এনেছে প্রাণঘাতী দুর্ঘটনাও। (Photo collected)
এই গেম ব্যবহারকারীদের এতটাই আচ্ছন্ন করে ফেলেছে এই গেম যে তা ডেকে এনেছে প্রাণঘাতী দুর্ঘটনাও। (Photo collected)
advertisement
advertisement
advertisement