Mock Drill: ১৯৭১-র পর ভারতে প্রথম মক ড্রিল! নিজের ফোনে কীভাবে পাবেন এমার্জেন্সি অ্যালার্ট? জেনে রাখুন এখনই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Mock Drill Alert: সারা দেশ জুড়ে বুধবার অর্থাৎ ৭ মে ২০২৫ তারিখে মক ড্রিল বা মহড়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। মূলত বিমান হামলার সাইরেন, নাগরিকদের তাৎক্ষণিক বার্তা পাঠানো এবং আরও অনেক কিছুর মতো জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা মূল্যায়নের জন্যই করা হচ্ছে।
সারা দেশ জুড়ে বুধবার অর্থাৎ ৭ মে ২০২৫ তারিখে মক ড্রিল বা মহড়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। মূলত বিমান হামলার সাইরেন, নাগরিকদের তাৎক্ষণিক বার্তা পাঠানো এবং আরও অনেক কিছুর মতো জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা মূল্যায়নের জন্যই করা হচ্ছে। এই বার্তাগুলিতে স্পষ্টতই দেশের লক্ষ লক্ষ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য জরুরি সতর্কতা অন্তর্ভুক্ত থাকবে, যা অপারেটরদের মাধ্যমে প্রেরণ করা হবে।
advertisement
advertisement
ভারতে মক ড্রিল: ফোনে কীভাবে মিলবে এমার্জেন্সি অ্যালার্ট? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যদি Android 11 অথবা তার হায়ার ভার্সন ব্যবহার করেন, তাহলেই তাঁরা শুধুমাত্র এই এমার্জেন্সি অ্যালার্ট ফোনে পেয়ে যাবেন। ভিন্ন ভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সন (Pixel, One UI, HyperOS and আরও অনেক কিছু)-এর জন্য সেটিংসও আলাদা আলাদ হয়। তাই নিজের ডিভাইসের জন্য যেটা জরুরি, সেটা জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই জরুরি সতর্কতাগুলি দেশে বারবার পরীক্ষা করা হয়েছে। আসলে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা নিজেদের ফোনে একটি বাজিং সাউন্ড শুনতে পেয়েছিলেন। সঙ্গে ছিল স্ক্রিন ফ্ল্যাশিং মেসেজ। তাতেলেখা ছিল, এটা হল স্যাম্পল টেস্টিং মেসেজ। যা পাঠানো হয়েছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে।
advertisement
আপনার তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই বলে দয়া করে এই বার্তাটি উপেক্ষা করুন। জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের দ্বারা জারি করা TEST Pan-India Emergency Alert System-এ এই মেসেজটি পাঠানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তা উন্নত করা এবং আপৎকালীন অবস্থায় সময়ে সতর্কতা বা অ্যালার্ট প্রদান করাই এর লক্ষ্য।
advertisement