WhatsApp New Feature: এবার হোম স্ক্রিন থেকেই করা যাবে WhatsApp Call, আসছে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে WhatsApp-এর ভয়েস কল। সেই সঙ্গে ভিডিও কল তো রয়েছেই।
advertisement
এর অন্যতম উপযোগিতা হল ভয়েস কল। ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে WhatsApp-এর ভয়েস কল। সেই সঙ্গে ভিডিও কল তো রয়েছেই। পরিসংখ্যান বলছে, লক্ষ লক্ষ মিনিট ব্যয়িত হচ্ছে WhatsApp-এর ভিডিও ও ভয়েস কলে। তবে অনেক গ্রাহকই মনে করেন, প্রিয়জন বা পরিজনকে ফোন করতে গেলে WhatsApp-এ অনেকগুলি ধাপ পেরিয়ে যেতে হয়।
advertisement
প্রথমেই মেসেজিং অ্যাপ খুলতে হয়, তারপর নির্দিষ্ট কনট্যাক্ট বা গ্রুপ খুলতে হবে। তারপর একেবারে ডানদিকের কোণায় থাকা Call আইকন ট্যাপ করলে শুরু হবে কলিং। অনেকেই মনে করেন এ বড় সময় সাপেক্ষ বিষয়। সে বিষয়ে ভাবনা চিন্তা করেছে সংস্থাও। মনে করা হচ্ছে সেই ভাবনাকে কাজে লাগিয়ে আসতে চলেছে নতুন ফিচার, শীঘ্রই। এই নতুন ফিচার বাজারে এলে WhatsApp তার কলিং অপশনের জন্য 'শর্টকাট' তৈরি করতে দেবে সরাসরি, যা ব্যবহারকারীর স্মার্টফোনের 'হোম স্ক্রিন'-এ রাখা যাবে।
advertisement
WABetaInfo-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, WhatsApp তার গ্রাহকদের এক বিশেষ সুবিধা দিতে চলেছে। যাতে তাঁরা তাঁদের ব্যক্তিগত কনট্যাক্টে স্পিড ডায়াল করতে পারেন। সেই বিশেষ কনট্যাক্ট-এর শর্টকাটও তৈরি করে রাখা যাবে হোম স্ক্রিনে। যাঁদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, তাঁদের জন্য এই শর্টকাট খুব কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এরই পাশাপাশি খুব শীঘ্রই আরও একটি পরিবর্তন আসতে চলেছে Whatsapp-এ। মনে করা হচ্ছে এবার থেকে ব্যবহারকারীরা যে কোনও ছবি শেয়ার করতে পারবেন তার সঠিক রেজোল্যুশন বজায় রেখেই। দীর্ঘদিন ধরেই WhatsApp-এর বিরুদ্ধে অভিযোগ, তারা শেয়ার করা ছবি কোনও অনুমতি ছাড়াই কমপ্রেস করে পাঠায়। ফলে কোনও ছবির নিজস্ব মান বজায় রাখতে গেলে ব্যবহারকারী তা ডক্যুমেন্ট করে পাঠাতে বাধ্য হন।
advertisement
advertisement
advertisement