OnePlus: ১০,০০০ টাকা সস্তা হয়েছে OnePlus-এর এই স্মার্টফোন! কিনতে চান? জেনে নিন ফিচার
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
জনপ্রিয় কোম্পানি OnePlus ভারতে তাদের প্রিমিয়াম OnePlus 10 Pro ফোনের দাম কমানোর ঘোষণা করেছে।
advertisement
জনপ্রিয় কোম্পানি OnePlus ভারতে তাদের প্রিমিয়াম OnePlus 10 Pro ফোনের দাম কমানোর ঘোষণা করেছে। এই নিয়ে দ্বিতীয়বার OnePlus 10 Pro ফোনের দাম কম করা হল। ২০২২ সালের নভেম্বর মাসে প্রথমবার OnePlus 10 Pro-এর দাম কমানো হয়েছিল এবং সেই সময়ে ফোনটি ৫,০০০ টাকা সস্তা করা হয়েছিল। এবারও OnePlus 10 Pro ফোনের দাম কমানো হয়েছে ৫,০০০ টাকা। অর্থাৎ এখন OnePlus 10 Pro ফোনের দাম মোট ১০,০০০ টাকা কম হয়েছে।
advertisement
দাম কম করার পরে OnePlus 10 Pro-এর দাম এখন ৮ জিবি RAM ভ্যারিয়েন্টের জন্য ৫৬,৯৯৯ টাকা এবং ১২ জিবি RAM ভ্যারিয়েন্টের জন্য ৬১,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, এই স্মার্টফোনটি ২০২২ সালের মার্চ মাসে ৬৬,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করা হয়েছিল, যা এর ৮ জিবির দাম। অন্য দিকে, এর ১২ জিবি ভ্যারিয়েন্ট ৭১,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
OnePlus 10 Pro ফোনে ৪৮-মেগাপিক্সেলের প্রাইমারি সোনি লেন্স, ৫০-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৮-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। OnePlus 10 Pro ফোনে একটি ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। OnePlus 10 Pro ফোন Hasselblad ব্র্যান্ডিংয়ের সঙ্গে তৈরি করা হয়েছে।
advertisement