এই চার্জারে ফোনে চার্জ করছেন? সর্বনাশ! খারাপ হওয়ার আগে সাবধান!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fast Charger: আমরা অযথা, ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন চার্জার কিনে ফেলি। এটা একেবারেই ঠিক নয়।
জীবন বড় দ্রুত বয়ে যাচ্ছে। গত কয়েক বছরে প্রযুক্তির হাত ধরে মানুষের জীবন ক্রমাগত দ্রুত হয়েছে। সমস্ত কাজই এখন দ্রুত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে মানুষ। তা সে ইন্টারনেটই হোক বা মোবাইল চার্জিং। এমনকী হোটেলেও চাই ফাস্ট ফুড, জীবনে চাই দ্রুত সাফল্য। কিন্তু এই তাড়াহুড়োয় অনেক সময়ই অনেক গোলমাল হয়ে যায়। ঠিক যেমন ফাস্ট ফুড আদতেও শরীরের জন্য ভাল নয়
advertisement
advertisement
অনেক সময়ই এমন হয় যে স্মার্টফোনের সঙ্গে থাকা চার্জার নষ্ট গেলে আলাদা করে নতুন চার্জার কিনতে হয়। সেই সময় আধুনিক প্রযুক্তির প্রলোভনে পড়েন অনেকেই। অনেক সময়ই দেখা যায় ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি নতুন চার্জার কিনে ফেলি আমরা। অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী এগুলি কিনতে প্ররোচিতও করে। কিন্তু ওই চার্জার আদৌ স্মার্টফোনটির জন্য মানানসই কিনা ভেবে দেখা হয় না।
advertisement
advertisement
advertisement
advertisement









