Samsung Galaxy A26 5G: রোজকার ভরসাযোগ্য সঙ্গী কি হয়ে উঠতে পারে Samsung Galaxy A26 5G? জেনে নিন দাম

Last Updated:
Samsung Galaxy A26 5G: কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A26 5G। এক নজরে জেনে নিন Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
1/8
ফোনের মার্কেটে অন্যতম দক্ষ ব্যবসায়ী হল Samsung। শুধু প্রিমিয়াম মার্কেটেই এই সংস্থার লক্ষ্য নয়, এর পাশাপাশি মিড-রেঞ্জ সেগমেন্টেও এর অবাধ গতিবিধি। সমালোচকরা যা-ই বলুন না কেন, বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে Galaxy A সিরিজ।
ফোনের মার্কেটে অন্যতম দক্ষ ব্যবসায়ী হল Samsung। শুধু প্রিমিয়াম মার্কেটেই এই সংস্থার লক্ষ্য নয়, এর পাশাপাশি মিড-রেঞ্জ সেগমেন্টেও এর অবাধ গতিবিধি। সমালোচকরা যা-ই বলুন না কেন, বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে Galaxy A সিরিজ।
advertisement
2/8
সেরকম ভাবেই ২২৯৯৯ টাকা দামের Galaxy A26 5G-এর চাহিদাও যেন তুঙ্গে! কারণ এতে রয়েছে Android OS আপগ্রেড। কিন্তু এই দামে কি Galaxy A26 5G কেনা উচিত। সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
সেরকম ভাবেই ২২৯৯৯ টাকা দামের Galaxy A26 5G-এর চাহিদাও যেন তুঙ্গে! কারণ এতে রয়েছে Android OS আপগ্রেড। কিন্তু এই দামে কি Galaxy A26 5G কেনা উচিত। সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/8
Samsung-এর ক্লাসিক ডিজাইন: Samsung এমনিতে ডিজাইন রাখে সাধারণ ছিমছাম। Galaxy A26 5G-এর ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। এতে রয়েছে গ্লাস বডি। যা গ্লসি এবং ডেলিকেট। কিন্তু বেশ গ্লসি। যদিও এর ফ্রেমটি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। এর ওজন ২০০ গ্রাম হলেও সেভাবে তা বোঝা যাবে না। এর পিছনে রয়েছে ফোনের ডিজাইনের সঠিক ভারসাম্য।
Samsung-এর ক্লাসিক ডিজাইন: Samsung এমনিতে ডিজাইন রাখে সাধারণ ছিমছাম। Galaxy A26 5G-এর ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। এতে রয়েছে গ্লাস বডি। যা গ্লসি এবং ডেলিকেট। কিন্তু বেশ গ্লসি। যদিও এর ফ্রেমটি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। এর ওজন ২০০ গ্রাম হলেও সেভাবে তা বোঝা যাবে না। এর পিছনে রয়েছে ফোনের ডিজাইনের সঠিক ভারসাম্য।
advertisement
4/8
IP67 রেটিংয়ের সঙ্গে এটিকে টেকসই করে তুলেছে Samsung। তবে পুলের ভিতর রাখা না গেলেও জলের ঝাপটা সহ্য করার ক্ষমতা রয়েছে এটির। ক্যাপসুল আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে এতে। আর এই ফোনে পিচ এবং মিন্ট কালার অপশন পেয়ে যাবেন গ্রাহকরা।
IP67 রেটিংয়ের সঙ্গে এটিকে টেকসই করে তুলেছে Samsung। তবে পুলের ভিতর রাখা না গেলেও জলের ঝাপটা সহ্য করার ক্ষমতা রয়েছে এটির। ক্যাপসুল আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে এতে। আর এই ফোনে পিচ এবং মিন্ট কালার অপশন পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
5/8
প্রাথমিক AMOLED-এর ব্যবহার: দীর্ঘদিন ধরেই AMOLED এবং Samsung যেন হাত মিলিয়ে রেখেছে। Galaxy A26 5G-র ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনে থাকা ৬.৭ ইঞ্চি প্যানেল বেশ উজ্জ্বল। কনট্রাস্ট তেমন বেশি নয়। ভাইব্র্যান্স রয়েছে। তবে এই দামে গ্রাহকরা পাঞ্চ হোল-কাট পেতে পারতেন। স্ক্রিনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus Plus ভার্সন। যা রোজকার ব্যবহারের জন্য উপযুক্ত।
প্রাথমিক AMOLED-এর ব্যবহার: দীর্ঘদিন ধরেই AMOLED এবং Samsung যেন হাত মিলিয়ে রেখেছে। Galaxy A26 5G-র ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনে থাকা ৬.৭ ইঞ্চি প্যানেল বেশ উজ্জ্বল। কনট্রাস্ট তেমন বেশি নয়। ভাইব্র্যান্স রয়েছে। তবে এই দামে গ্রাহকরা পাঞ্চ হোল-কাট পেতে পারতেন। স্ক্রিনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus Plus ভার্সন। যা রোজকার ব্যবহারের জন্য উপযুক্ত।
advertisement
6/8
Exynos-Y ভরসাযোগ্য: Galaxy A26 5G-তে আবার Samsung-এর ভাল পুরনো Exynos চিপসেট ফিরিয়ে আনছে। এই ডিভাইসটি চালিত হয় ১৩৮০ ৫জি SoC দ্বারা। এতে মিলবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। যা আরও এক্সপ্যান্ড করা যাবে। One UI 7 আপডেটে দেরি হচ্ছে প্রিমিয়াম Galaxy S ফোনের ক্ষেত্রে। অথচ A26 5G-তে তা প্রথম দিন থেকেই রয়েছে। এই নতুন UI একেবারে রিফ্রেশিং।
Exynos-Y ভরসাযোগ্য: Galaxy A26 5G-তে আবার Samsung-এর ভাল পুরনো Exynos চিপসেট ফিরিয়ে আনছে। এই ডিভাইসটি চালিত হয় ১৩৮০ ৫জি SoC দ্বারা। এতে মিলবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। যা আরও এক্সপ্যান্ড করা যাবে। One UI 7 আপডেটে দেরি হচ্ছে প্রিমিয়াম Galaxy S ফোনের ক্ষেত্রে। অথচ A26 5G-তে তা প্রথম দিন থেকেই রয়েছে। এই নতুন UI একেবারে রিফ্রেশিং।
advertisement
7/8
সেলফির জন্য: Galaxy A26 5G-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। কিন্তু বেশিরভাগ কাজই করে দেবে প্রাইমারি ৫০ মেগাপিক্সেল শ্যুটার। যা দিনের আলোয় দারুণ ছবি তোলে। কিন্তু রাতে কম আলোয় গড়পরতা ছবি তুলবে। এর পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
সেলফির জন্য: Galaxy A26 5G-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ। কিন্তু বেশিরভাগ কাজই করে দেবে প্রাইমারি ৫০ মেগাপিক্সেল শ্যুটার। যা দিনের আলোয় দারুণ ছবি তোলে। কিন্তু রাতে কম আলোয় গড়পরতা ছবি তুলবে। এর পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
advertisement
8/8
Samsung Galaxy A26 5G হল মিড রেঞ্জ ফোন। যার পারফরম্যান্স বেশ ভরসাযোগ্য। টেকসই ডিজাইন দীর্ঘ সময় ধরে স্থায়ী হবে। কারণ ৬ বছরের OS আপগ্রেড মিলবে। UI-এ থাকবে প্রিলোডেড অ্যাপ এবং অ্যাড। যা খুব একটা সন্তোষজনক নয়। মূল ক্যামেরা শুধুমাত্র নিজের কাজ করে। ব্যাটারি লাইফ আরও উন্নত হওয়া উচিত।
Samsung Galaxy A26 5G হল মিড রেঞ্জ ফোন। যার পারফরম্যান্স বেশ ভরসাযোগ্য। টেকসই ডিজাইন দীর্ঘ সময় ধরে স্থায়ী হবে। কারণ ৬ বছরের OS আপগ্রেড মিলবে। UI-এ থাকবে প্রিলোডেড অ্যাপ এবং অ্যাড। যা খুব একটা সন্তোষজনক নয়। মূল ক্যামেরা শুধুমাত্র নিজের কাজ করে। ব্যাটারি লাইফ আরও উন্নত হওয়া উচিত।
advertisement
advertisement
advertisement