Samsung Galaxy A26 5G: রোজকার ভরসাযোগ্য সঙ্গী কি হয়ে উঠতে পারে Samsung Galaxy A26 5G? জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Samsung Galaxy A26 5G: কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A26 5G। এক নজরে জেনে নিন Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
advertisement
advertisement
Samsung-এর ক্লাসিক ডিজাইন: Samsung এমনিতে ডিজাইন রাখে সাধারণ ছিমছাম। Galaxy A26 5G-এর ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। এতে রয়েছে গ্লাস বডি। যা গ্লসি এবং ডেলিকেট। কিন্তু বেশ গ্লসি। যদিও এর ফ্রেমটি ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। এর ওজন ২০০ গ্রাম হলেও সেভাবে তা বোঝা যাবে না। এর পিছনে রয়েছে ফোনের ডিজাইনের সঠিক ভারসাম্য।
advertisement
advertisement
প্রাথমিক AMOLED-এর ব্যবহার: দীর্ঘদিন ধরেই AMOLED এবং Samsung যেন হাত মিলিয়ে রেখেছে। Galaxy A26 5G-র ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনে থাকা ৬.৭ ইঞ্চি প্যানেল বেশ উজ্জ্বল। কনট্রাস্ট তেমন বেশি নয়। ভাইব্র্যান্স রয়েছে। তবে এই দামে গ্রাহকরা পাঞ্চ হোল-কাট পেতে পারতেন। স্ক্রিনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus Plus ভার্সন। যা রোজকার ব্যবহারের জন্য উপযুক্ত।
advertisement
Exynos-Y ভরসাযোগ্য: Galaxy A26 5G-তে আবার Samsung-এর ভাল পুরনো Exynos চিপসেট ফিরিয়ে আনছে। এই ডিভাইসটি চালিত হয় ১৩৮০ ৫জি SoC দ্বারা। এতে মিলবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। যা আরও এক্সপ্যান্ড করা যাবে। One UI 7 আপডেটে দেরি হচ্ছে প্রিমিয়াম Galaxy S ফোনের ক্ষেত্রে। অথচ A26 5G-তে তা প্রথম দিন থেকেই রয়েছে। এই নতুন UI একেবারে রিফ্রেশিং।
advertisement
advertisement