Redmi K20 Pro, OnePlus 7T-কে টেক্কা দিতে বাজারে এল Realme X2 Pro, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Last Updated:
এই ফোন টক্কর দেবে পপ্রিমিয়াম সেগমেন্টের ফোন - Redmi K20 Pro, OnePlus 7T-কে
1/7
মঙ্গলবার লঞ্চ হল Realme-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro। এই ফোন টক্কর দেবে পপ্রিমিয়াম সেগমেন্টের ফোন - Redmi K20 Pro, OnePlus 7T-কে । Realme জানিয়েছে যে ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
মঙ্গলবার লঞ্চ হল Realme-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro। এই ফোন টক্কর দেবে পপ্রিমিয়াম সেগমেন্টের ফোন - Redmi K20 Pro, OnePlus 7T-কে । Realme জানিয়েছে যে ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
advertisement
2/7
Realme X2 Pro ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD+ (2400 x 1080 পিক্সল) সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর প্রটেকশনের জন্য থাকছে Gorilla Glass 5 । এতে রয়েছে Snapdragon 855 Plus প্রসেসর।
Realme X2 Pro ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD+ (2400 x 1080 পিক্সল) সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর প্রটেকশনের জন্য থাকছে Gorilla Glass 5 । এতে রয়েছে Snapdragon 855 Plus প্রসেসর।
advertisement
3/7
গামিং-এর জন্য রয়েছে ফোনে রয়েছে লিকুইড কুলিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টিরিও স্পীকার সেটআপ দিয়েছে Realme।
গামিং-এর জন্য রয়েছে ফোনে রয়েছে লিকুইড কুলিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টিরিও স্পীকার সেটআপ দিয়েছে Realme।
advertisement
4/7
ছবি তোলার জন্য  Realme X2 Pro ফোনে রয়েছে ৪টি রুয়ার ক্যামেরা। এই সেটআপে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
ছবি তোলার জন্য Realme X2 Pro ফোনে রয়েছে ৪টি রুয়ার ক্যামেরা। এই সেটআপে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
advertisement
5/7
ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য দেওয়া হয়েছে 4,000 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে  50W SuperVOOC ফাস্ট চার্জ সাপোর্ট।
ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য দেওয়া হয়েছে 4,000 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W SuperVOOC ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
6/7
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।
advertisement
7/7
তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট আর একটি স্পেশাল এডিশনে চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro।  6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 2,599 (প্রায় 25,990 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro এর দাম  RMB 2,799 (প্রায় 27,990 টাকা) । 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 3,199 (প্রায় 31,990 টাকা)। Realme X2 Pro-এর মাস্টার এডিশন-এর দাম RMB 3,299 (প্রায়  32,990 টাকা)।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট আর একটি স্পেশাল এডিশনে চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। 6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 2,599 (প্রায় 25,990 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 2,799 (প্রায় 27,990 টাকা) । 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 3,199 (প্রায় 31,990 টাকা)। Realme X2 Pro-এর মাস্টার এডিশন-এর দাম RMB 3,299 (প্রায় 32,990 টাকা)।
advertisement
advertisement
advertisement