Poco M5: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ রয়েছে ৫০০০mAh ব্যাটারি, সেল শুরু আগামিকাল থেকে

Last Updated:
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল অফারে গ্রাহকদের এই Poco M5 ফোনে ১৫০০ টাকার ছাড়ও দেওয়া হবে
1/6
ভারতে লঞ্চ করা হয়েছে আরও একটি নতুন স্মার্টফোন। সম্প্রতি ভারতে এসেছে Poco M5 ফোন। ভারতে এই নতুন Poco M5 ফোনের দাম শুরু ১২,৪৯৯ টাকা থেকে। Poco M5 ফোনের সবথেক গুরুত্বপূর্ণ বিষয় হল এর ফুল এইচডি প্লাস (FHD+) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচের (5000mAh) ব্যাটারি।
ভারতে লঞ্চ করা হয়েছে আরও একটি নতুন স্মার্টফোন। সম্প্রতি ভারতে এসেছে Poco M5 ফোন। ভারতে এই নতুন Poco M5 ফোনের দাম শুরু ১২,৪৯৯ টাকা থেকে। Poco M5 ফোনের সবথেক গুরুত্বপূর্ণ বিষয় হল এর ফুল এইচডি প্লাস (FHD+) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচের (5000mAh) ব্যাটারি।
advertisement
2/6
Poco-র এই নতুন ফোন Poco M5 ভারতে ৩টি রঙে পাওয়া যাবে। সেই তিনটি রঙ হল - Poco Yellow, IC Blue এবং Power Black। Poco M5 ফোনে রয়েছে  ৪ জিবি এবং ৬ জিবি র‍্যামের স্টোরেজ। Poco M5  ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি মডেলের দাম ১২,৪৯৯ টাকা। Poco M5 ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা।
Poco-র এই নতুন ফোন Poco M5 ভারতে ৩টি রঙে পাওয়া যাবে। সেই তিনটি রঙ হল - Poco Yellow, IC Blue এবং Power Black। Poco M5 ফোনে রয়েছে ৪ জিবি এবং ৬ জিবি র‍্যামের স্টোরেজ। Poco M5 ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি মডেলের দাম ১২,৪৯৯ টাকা। Poco M5 ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ১৪,৪৯৯ টাকা।
advertisement
3/6
ছাড়ের দিক থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল অফারে গ্রাহকদের এই Poco M5 ফোনে ১৫০০ টাকার ছাড়ও দেওয়া হবে। কিন্তু এর জন্য তাঁদের আইসিআইসিআই (ICICI) এবং অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। Poco M5 ফোনের প্রথম সেল ১৩ সেপ্টেম্বর লাগতে চলেছে। Poco M5 ফোনের লঞ্চ অফারের দ্বারা মাত্র ১০,৯৯৯ টাকায় এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
ছাড়ের দিক থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল অফারে গ্রাহকদের এই Poco M5 ফোনে ১৫০০ টাকার ছাড়ও দেওয়া হবে। কিন্তু এর জন্য তাঁদের আইসিআইসিআই (ICICI) এবং অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। Poco M5 ফোনের প্রথম সেল ১৩ সেপ্টেম্বর লাগতে চলেছে। Poco M5 ফোনের লঞ্চ অফারের দ্বারা মাত্র ১০,৯৯৯ টাকায় এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
advertisement
4/6
Poco M5 ফোনে রয়েছে ওয়াইডওয়াইড এল-১ সার্টিফিকেশন। অর্থাৎ Poco M5 ফোনের ব্যবহারকারীরা এটিতে ১০৮০পি রেজোলিউশনের সুবিধা নিতে সক্ষম হবেন। Poco M5 ফোনে প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি (MediaTek Helio G99 SoC) রয়েছে। যা ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফসি ২.২ স্টোরেজ যুক্ত। Poco M5 ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচার রয়েছে।
Poco M5 ফোনে রয়েছে ওয়াইডওয়াইড এল-১ সার্টিফিকেশন। অর্থাৎ Poco M5 ফোনের ব্যবহারকারীরা এটিতে ১০৮০পি রেজোলিউশনের সুবিধা নিতে সক্ষম হবেন। Poco M5 ফোনে প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি (MediaTek Helio G99 SoC) রয়েছে। যা ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফসি ২.২ স্টোরেজ যুক্ত। Poco M5 ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচার রয়েছে।
advertisement
5/6
Poco M5 ফোনে ব্যবহার করা হয়েছে  90Hz রিফ্রেশ রেট। Poco M5 ফোনে  ব্যবহার করা হয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস  ডিসপ্লে এবং 240Hz-এর টাচ স্যাম্পলিং রেট। Poco M5 ফোনের ডিসপ্লে করনিং গরিলা গ্লোব ৩ দ্বারা সুরক্ষিত। ক্যামেরা হিসেবে Poco M5 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।  এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ক্যামেরা রয়েছে।
Poco M5 ফোনে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট। Poco M5 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 240Hz-এর টাচ স্যাম্পলিং রেট। Poco M5 ফোনের ডিসপ্লে করনিং গরিলা গ্লোব ৩ দ্বারা সুরক্ষিত। ক্যামেরা হিসেবে Poco M5 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ক্যামেরা রয়েছে।
advertisement
6/6
Poco M5 ফোনে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Poco M5 ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। নিরাপত্তার জন্য Poco M5 ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Poco M5 ফোনে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Poco M5 ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। নিরাপত্তার জন্য Poco M5 ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
advertisement
advertisement
advertisement