Interesting Facts| Mobile Number|| ইনকামিং বা আউটগোয়িং কলে মোবাইল নম্বরের আগে সর্বদা +৯১ আসে কেন? জানলে আপনিই সেরা

Last Updated:
Interesting facts about Mobile Number: আপনি তো রোজ ফোন করেন। কিন্তু ইনকামিং কল হোক বা আউটগোয়িং কলের সময়ে মোবাইল নম্বরের সামনে +৯১ সর্বদা আসে, তার কারণ জানেন?
1/6
*হাতে হাতে মোবাইল। গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। একটা ফোনেই দেশ এবং বিদেশের যে কারও সঙ্গে যোগাযোগ করা এখন কয়েক সেকেন্ডের অপেক্ষা। সংগৃহীত ছবি প্রতীকী। 
*হাতে হাতে মোবাইল। গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। একটা ফোনেই দেশ এবং বিদেশের যে কারও সঙ্গে যোগাযোগ করা এখন কয়েক সেকেন্ডের অপেক্ষা। সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement
2/6
*এখন প্রায় সকলেই মোবাইল ব্যবহার করেন। একটা নয়, কারও কারও আবার একাধিক মোবাইল রয়েছে, তাতে কানেকশনও নানা সংস্থার। তাই মোবাইল নম্বরের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সংগৃহীত ছবি প্রতীকী। 
*এখন প্রায় সকলেই মোবাইল ব্যবহার করেন। একটা নয়, কারও কারও আবার একাধিক মোবাইল রয়েছে, তাতে কানেকশনও নানা সংস্থার। তাই মোবাইল নম্বরের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement
3/6
*আচ্ছা আপনি তো রোজ ফোন করেন। কিন্তু ইনকামিং কল হোক বা আউটগোয়িং কলের সময়ে মোবাইল নম্বরের সামনে +৯১ সর্বদা আসে, তার কারণ জানেন? আমরা জানি এই নম্বরটি ভারতীয় কোড। কিন্তু ঠিক এই নম্বরটিকেই কেন ভারতীয় কোড করা হয়েছে, তা জানেন কি? সংগৃহীত ছবি প্রতীকী। 
*আচ্ছা আপনি তো রোজ ফোন করেন। কিন্তু ইনকামিং কল হোক বা আউটগোয়িং কলের সময়ে মোবাইল নম্বরের সামনে +৯১ সর্বদা আসে, তার কারণ জানেন? আমরা জানি এই নম্বরটি ভারতীয় কোড। কিন্তু ঠিক এই নম্বরটিকেই কেন ভারতীয় কোড করা হয়েছে, তা জানেন কি? সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement
4/6
*ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিটি দেশকে তাঁদের অঞ্চল অনুযায়ী কোড দেয়। সেই অনুযায়ী আমাদের দেশের কোড ৯। এই ৯ কোডের মধ্যে থাকা দেশগুলির মধ্যে রয়েছে মধ্য এবং পশ্চিমের দেশ, দক্ষিণ এশিয়ার দেশ এবং মধ্য প্রাচ্যের দেশগুলি। সংগৃহীত ছবি প্রতীকী। 
*ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিটি দেশকে তাঁদের অঞ্চল অনুযায়ী কোড দেয়। সেই অনুযায়ী আমাদের দেশের কোড ৯। এই ৯ কোডের মধ্যে থাকা দেশগুলির মধ্যে রয়েছে মধ্য এবং পশ্চিমের দেশ, দক্ষিণ এশিয়ার দেশ এবং মধ্য প্রাচ্যের দেশগুলি। সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement
5/6
*ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যে কোড দেয়, তার সঙ্গে যুক্ত রয়েছে দেশের নিজস্ব কোড। যার মধ্যে ভারতের কোড ১। সুতরাং, সব মিলিয়ে আমাদের দেশের কোড ৯১, পাকিস্তানের কোড ৯২, আফগানিস্থানের কোড ৯৩। সংগৃহীত ছবি প্রতীকী। 
*ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যে কোড দেয়, তার সঙ্গে যুক্ত রয়েছে দেশের নিজস্ব কোড। যার মধ্যে ভারতের কোড ১। সুতরাং, সব মিলিয়ে আমাদের দেশের কোড ৯১, পাকিস্তানের কোড ৯২, আফগানিস্থানের কোড ৯৩। সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement
6/6
*দেশের কোড +৯১, তারপরের দুটি সংখ্যা (৯৮, ৯০, ৯৭) এক্সেস কোড। তারপরের তিনটি সংখ্যা আপনি যে সংস্থার থেকে কানেশন নিয়েছেন তাদের কোড (জিও, এয়ারটেল, ভোডাফোন) এবং শেষের পাঁচটি ডিজিট গ্রাহকের মোবাইল নম্বর। সংগৃহীত ছবি প্রতীকী।
*দেশের কোড +৯১, তারপরের দুটি সংখ্যা (৯৮, ৯০, ৯৭) এক্সেস কোড। তারপরের তিনটি সংখ্যা আপনি যে সংস্থার থেকে কানেশন নিয়েছেন তাদের কোড (জিও, এয়ারটেল, ভোডাফোন) এবং শেষের পাঁচটি ডিজিট গ্রাহকের মোবাইল নম্বর। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
advertisement
advertisement