অ্যামাজনে Xiaomi Redmi 7 ফোন পাওয়া যাচ্ছে 7,999 টাকায়। 3GB মডেলের ভেরিয়েন্টির দাম 8,999 টাকা। এই ফোনে রয়েছে 6.26 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের রয়েছে 4000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে Qualcomm Snapdragon 632 প্রসেসর। ছবি তোমার জন্য রয়েছে 12+2 মেগালিক্সেল দুয়াল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল কামের।