advertisement
এছাড়াও Oppo R17এর ডিসপ্লের নীচেই থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে। 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। শ্ত্রিমার ব্লু ও নিয়ন পার্পেল কালার ভেরিয়েন্টে Oppo R17 পাওয়া যাবে। এর সাথেই Oppo R17 Pro মডেল লঞ্চ করতে পারে Oppo। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
advertisement
advertisement
ছবি তোলার জন্য Oppo R17 এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Oppo R17 তে একটি 25MP সেন্সার ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় পোট্রেট মোডের সাথেই একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ফিচার রয়েছে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
কানেক্টিভিটির জন্য Oppo R17তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C। আগেই জানানো হয়েছে Oppo R17 তে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Oppo R17 তে একটি 3,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। এর সাথেই থাক্লবে কোম্পানির নিজস্ব VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এই চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ করে Oppo R17 ফোনে দুই ঘন্টা কথা বলা যাবে। ছবি: পিক্সঅ্যাবে ৷







