Mobile: ৪০ হাজারেরও কমে iPhone! Amazon Great Indian Festival Sale-এ কোন দামে মিলবে কি ফোন? দেখে নিন

Last Updated:
Mobile: Apple iPhone 13-এর উপর অবিশ্বাস্য ছাড় দিতে চলেছে Amazon, তার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। প্রাইম সদস্যদের জন্য ৭ অক্টোবর, অন্য সবার জন্য ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon-র বিশেষ সেল।
1/8
*উৎসব মরশুমে নানা রকমের ছাড় নিয়ে আসছে Amazon। এই সুযোগ কাজে লাগাতে পারলে অবিশ্বাস্য কম দামে কিনে ফেলা যেতে পারে একটি iPhone। সংগৃহীত ছবি। 
*উৎসব মরশুমে নানা রকমের ছাড় নিয়ে আসছে Amazon। এই সুযোগ কাজে লাগাতে পারলে অবিশ্বাস্য কম দামে কিনে ফেলা যেতে পারে একটি iPhone। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*Apple iPhone 13-এর উপর অবিশ্বাস্য ছাড় দিতে চলেছে Amazon, তার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ। প্রাইম সদস্যদের জন্য আগামী ৭ অক্টোবর এবং অন্য সবার জন্য ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon-এর এই বিশেষ সেল। সংগৃহীত ছবি। 
*Apple iPhone 13-এর উপর অবিশ্বাস্য ছাড় দিতে চলেছে Amazon, তার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ। প্রাইম সদস্যদের জন্য আগামী ৭ অক্টোবর এবং অন্য সবার জন্য ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon-এর এই বিশেষ সেল। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*iPhone 13 ছাড়: Amazon-এর ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’-এ iPhone 13 পাওয়া যেতে পারে ৪০ হাজার টাকারও কম দামে। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি এই বিষয়ে এখনও সরাসরি কিছু জানায়নি। সঠিক বিক্রয় মূল্য এখনও প্রকাশ করা হয়নি Amazon-এর তরফে। সংগৃহীত ছবি। 
*iPhone 13 ছাড়: Amazon-এর ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’-এ iPhone 13 পাওয়া যেতে পারে ৪০ হাজার টাকারও কম দামে। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি এই বিষয়ে এখনও সরাসরি কিছু জানায়নি। সঠিক বিক্রয় মূল্য এখনও প্রকাশ করা হয়নি Amazon-এর তরফে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*তবে একটি পেজ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে এই অবিশ্বাস্য ছাড়ের বিষয়ে। জানা গিয়েছে কীভাবে iPhone 13 পাওয়া যেতে পারে ৪০ হাজার টাকারও কম দামে। সংগৃহীত ছবি। 
*তবে একটি পেজ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে এই অবিশ্বাস্য ছাড়ের বিষয়ে। জানা গিয়েছে কীভাবে iPhone 13 পাওয়া যেতে পারে ৪০ হাজার টাকারও কম দামে। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*আসলে iPhone 15 সিরিজ লঞ্চ করার পর iPhone 13-এর অফিসিয়াল দাম কমেছে। এখন এই ফোন শুরু হচ্ছে ৫৯,৯০০ টাকা থেকে। তার উপর Amazon এক বিশেষ ডিল-এ বিক্রি করতে চলেছে iPhone 13, এমনই জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
*আসলে iPhone 15 সিরিজ লঞ্চ করার পর iPhone 13-এর অফিসিয়াল দাম কমেছে। এখন এই ফোন শুরু হচ্ছে ৫৯,৯০০ টাকা থেকে। তার উপর Amazon এক বিশেষ ডিল-এ বিক্রি করতে চলেছে iPhone 13, এমনই জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*তবে কী সেই ডিল, তা এখনও প্রকাশ করা হয়নি। এই ডিলে ক্রেতারা SBI ব্যাঙ্কের ছাড় পাবেন। তাছাড়া থাকছে এক্সচেঞ্জ-এর ক্ষেত্রে অতিরিক্ত ছাড়। এই সমস্ত অফার একসঙ্গে কার্যকর করা গেলে iPhone 13-এর দাম ৪০ হাজার টাকার নিচে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানাবে Amazon। সংগৃহীত ছবি। 
*তবে কী সেই ডিল, তা এখনও প্রকাশ করা হয়নি। এই ডিলে ক্রেতারা SBI ব্যাঙ্কের ছাড় পাবেন। তাছাড়া থাকছে এক্সচেঞ্জ-এর ক্ষেত্রে অতিরিক্ত ছাড়। এই সমস্ত অফার একসঙ্গে কার্যকর করা গেলে iPhone 13-এর দাম ৪০ হাজার টাকার নিচে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানাবে Amazon। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*প্রায় দু’বছরের পুরনো iPhone 13। এতে ডায়নামিক আইল্যান্ড বা USB-C পোর্টের মতো নতুন ফিচার কিছুই নেই। তবে যদি এই মুহূর্তে iPhone কেনার ইচ্ছে থাকে এবং বেস লেভেলের iPhone 15 কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে Amazon-এর অফার গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। iPhone 14-এর তুলনায় তা ভালই হবে। সংগৃহীত ছবি। 
*প্রায় দু’বছরের পুরনো iPhone 13। এতে ডায়নামিক আইল্যান্ড বা USB-C পোর্টের মতো নতুন ফিচার কিছুই নেই। তবে যদি এই মুহূর্তে iPhone কেনার ইচ্ছে থাকে এবং বেস লেভেলের iPhone 15 কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে Amazon-এর অফার গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। iPhone 14-এর তুলনায় তা ভালই হবে। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*iPhone 13-এ রয়েছে একটি ৬.১-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং A15 বায়োনিক চিপসেট। রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা। এগুলি সবই iPhone 14-এর অনুরূপ। তবে ব্যাটারির ক্ষেত্রে একটু কম। সংগৃহীত ছবি।
*iPhone 13-এ রয়েছে একটি ৬.১-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং A15 বায়োনিক চিপসেট। রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা। এগুলি সবই iPhone 14-এর অনুরূপ। তবে ব্যাটারির ক্ষেত্রে একটু কম। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement