Mobile Game: মোবাইলে ক্যান্ডি ক্র্যাশ, টেম্পল রান, সাবওয়ে খেলছেন? আজই সাবধান হন, নচেৎ ফাঁকা হবে অ্যাকাউন্ট, কী করবেন?
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mobile Gaming App: ডেটা সিকিউরিটি এখন সবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় বিভিন্ন অ্যাপ ব্যক্তিগত তথ্যে নজরদারি চালায়। তাই সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement
*এই সব গেমিং অ্যাপ চালুর আগে বিভিন্ন পারমিশন চায়। লোকেশন, কন্টাক্টস, মেসেজ, কল, ক্যামেরা, স্টোরেজ ইত্যাদি। খেলা শুরুর উত্তেজনায় ইউজার পারমিশন দিয়েও দেন। আর এখানেই বড় ভুল হয়ে যায়। ৪০৪ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় গেমিং অ্যাপগুলো এমন সব ডেটার অ্যাক্সেস নেয়, যা তাদের প্রয়োজন নেই। সংগৃহীত ছবি।
advertisement
*ডেটা চুরি: ফ্রি গেমিং অ্যাপগুলো ইউজারের কার্যকলাপ ট্র্যাক করে লোকেশন এবং অন্যান্য ডেটা চুরি করতে পারে। এতে অ্যাডস-ও চলে। আর তাতে ক্লিক করলে ডেটা থার্ড পার্টি অ্যাপের কাছে চলে যায়। ক্যান্ডি ক্র্যাশ অ্যাপ ডেভেলপাররাও জানতেন না, তাঁদের অ্যাপস থেকে ইউজারের তথ্য কীভাবে অন্যের কাছে চলে যাচ্ছে। একটি রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement







