Calling Issue: নেটওয়ার্ক সমস্যা নয়, আপনার এই ভুলের জন্যই মাঝেমাঝে ফোন লাগে না ! ৯০ শতাংশই অজানা

Last Updated:
অনেক বার আমরা লক্ষ্য করে দেখেছি ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ফোন লাগছে না বা রিং হচ্ছে না৷ সহজ উপায়েই হবে সমাধান৷
1/5
গত দশ বছরে বেশ অনেকটা দৌড়ে ফেলেছে প্রযুক্তি। তারই ফলে মানুষ এখন এক মুহূর্ত কাটাতে পারে না মোবাইল ফোন ছাড়া। ইদানীং ছোট-বড় প্রতিটি কাজই স্মার্টফোনের সাহায্যে করতে বাধ্য হচ্ছি আমরা। আসলে অভ্যেস হয়ে গিয়েছে। যে কোনও কাজই স্মার্টফোন এমন নিমেষে করে ফেলে, চিন্তার কারণই থাকে না।
গত দশ বছরে বেশ অনেকটা দৌড়ে ফেলেছে প্রযুক্তি। তারই ফলে মানুষ এখন এক মুহূর্ত কাটাতে পারে না মোবাইল ফোন ছাড়া। ইদানীং ছোট-বড় প্রতিটি কাজই স্মার্টফোনের সাহায্যে করতে বাধ্য হচ্ছি আমরা। আসলে অভ্যেস হয়ে গিয়েছে। যে কোনও কাজই স্মার্টফোন এমন নিমেষে করে ফেলে, চিন্তার কারণই থাকে না।
advertisement
2/5
আজকালকার দিনে ফোন ছাড়া যেন এক পাও চলা যায় না৷ কাউকে ফোনে পাওয়া না গেলে যেন চিন্তা আর বিরক্তির শেষ নেই৷ মাঝেমাঝেই তো এমন হয় যে ফোন করছি, কিন্তু ফোন যাচ্ছে না? কী ভাবেন নেটওয়ার্কের সমস্যা? আজ্ঞে না৷ এটা আপনারই ভুল৷
আজকালকার দিনে ফোন ছাড়া যেন এক পাও চলা যায় না৷ কাউকে ফোনে পাওয়া না গেলে যেন চিন্তা আর বিরক্তির শেষ নেই৷ মাঝেমাঝেই তো এমন হয় যে ফোন করছি, কিন্তু ফোন যাচ্ছে না? কী ভাবেন নেটওয়ার্কের সমস্যা? আজ্ঞে না৷ এটা আপনারই ভুল৷
advertisement
3/5
অনেক বার আমরা লক্ষ্য করে দেখেছি ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ফোন লাগছে না বা রিং হচ্ছে না৷ সহজ উপায়েই হবে সমাধান৷ ফোনটাকে অফ করে ঠিক পাঁচ মিনিট পরে আবার অন করুন৷ ব্যাস, সমাধান আপনার হাতে৷
অনেক বার আমরা লক্ষ্য করে দেখেছি ফোনে সম্পূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ফোন লাগছে না বা রিং হচ্ছে না৷ সহজ উপায়েই হবে সমাধান৷ ফোনটাকে অফ করে ঠিক পাঁচ মিনিট পরে আবার অন করুন৷ ব্যাস, সমাধান আপনার হাতে৷
advertisement
4/5
মাঝেমাঝেই আমরা ফোনকে DND করেদি৷ তা সে অফিসে হোক কিংবা কোনও গেম খেলার সময়৷ কিন্তু পরে আগের জায়গায় আনতে ভুলে যাই৷ এরপর যখন ফোন করতে যাই, মনে হয় আমাদের সিম কার্ডে কোনও সমস্যা৷ যার ফলে ফোন লাগছে না৷
মাঝেমাঝেই আমরা ফোনকে DND করেদি৷ তা সে অফিসে হোক কিংবা কোনও গেম খেলার সময়৷ কিন্তু পরে আগের জায়গায় আনতে ভুলে যাই৷ এরপর যখন ফোন করতে যাই, মনে হয় আমাদের সিম কার্ডে কোনও সমস্যা৷ যার ফলে ফোন লাগছে না৷
advertisement
5/5
কিন্তু এসবের পরেও যদি দেখেন যে ফোন লাগছে না, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে কোনও বড় সমস্যা৷ সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন৷
কিন্তু এসবের পরেও যদি দেখেন যে ফোন লাগছে না, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে কোনও বড় সমস্যা৷ সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন৷
advertisement
advertisement
advertisement