Safety Tips for Smart Phone: ফোনের কভারের ভিতর টাকা রাখেন নাকি? খবরদার! সর্বনাশ হয়ে যেতে পারে কিন্তু

Last Updated:
Safety Tips for Smart Phone: ফোনের কভারে টাকা রাখলে স্মার্টফোনে আগুন লাগার সম্ভাবনা থাকে।
1/6
 অনেকেই স্মার্টফোন কভারের মধ্যে টাকা রেখে দেন। এ এক অদ্ভুত অভ্যেস। এতে বৃষ্টিতে টাকা ভেজে না। পার্সও লাগে না। আপনি যদি ফোনের কভারে টাকা রাখেন, তাহলে সাবধান হোন।
অনেকেই স্মার্টফোন কভারের মধ্যে টাকা রেখে দেন। এ এক অদ্ভুত অভ্যেস। এতে বৃষ্টিতে টাকা ভেজে না। পার্সও লাগে না। আপনি যদি ফোনের কভারে টাকা রাখেন, তাহলে সাবধান হোন।
advertisement
2/6
ফোন ছাড়া আজকাল আর কিছুই হয় না। প্রতিদিনই মনে হয় বিভিন্ন কাজে ফোন থাকা উচিত।
ফোন ছাড়া আজকাল আর কিছুই হয় না। প্রতিদিনই মনে হয় বিভিন্ন কাজে ফোন থাকা উচিত।
advertisement
3/6
ফোনের কভারে টাকা রাখলে স্মার্টফোনে আগুন লাগার সম্ভাবনা থাকে।
ফোনের কভারে টাকা রাখলে স্মার্টফোনে আগুন লাগার সম্ভাবনা থাকে।
advertisement
4/6
একটানা ফোন ব্যবহার করলে ফোন গরম হতে থাকে। কভারে রাখা টাকার  কারণে এটি ঠান্ডা হওয়ার জায়গা পায় না।
একটানা ফোন ব্যবহার করলে ফোন গরম হতে থাকে। কভারে রাখা টাকার কারণে এটি ঠান্ডা হওয়ার জায়গা পায় না।
advertisement
5/6
ফোনের কভারে টাকা রাখলে চার্জিংয়েও সমস্যা হতে পারে। মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যাও হতে পারে।
ফোনের কভারে টাকা রাখলে চার্জিংয়েও সমস্যা হতে পারে। মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যাও হতে পারে।
advertisement
6/6
মনে রাখতে হবে কভার টাইট হলে ফোন খারাপের সম্ভাবনা থাকে। তাই তাড়াহুড়োতে বেরনোর থাকলেও পার্সটা নিয়েই বের হবেন আর টাকাটাও সেখানেই রাখবেন। বড় বিপদ এড়াতে এটাই করণীয়।
মনে রাখতে হবে কভার টাইট হলে ফোন খারাপের সম্ভাবনা থাকে। তাই তাড়াহুড়োতে বেরনোর থাকলেও পার্সটা নিয়েই বের হবেন আর টাকাটাও সেখানেই রাখবেন। বড় বিপদ এড়াতে এটাই করণীয়।
advertisement
advertisement
advertisement