Best Mobile Phones Under 20000: স্মার্টফোন খুঁজছেন ২০ হাজারের মধ্যেই? দেখুন তো মনের মতো কিছু মেলে কি না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Best Mobile Phones Under 20000: স্মার্টফোন কিনতে চান অথচ ক্যামেরা, ব্যাটারি লাইফ, ঝকঝকে ডিসপ্লে বা দামেও কম্প্রোমাইজ করতে চাইছেন না তাঁদের জন্য রইল কয়েকটি স্মার্টফোনের হদিশ
গত কয়েক মাসেই স্মার্টফোনের বাজারে একের পর এক নতুন মডেল লঞ্চ হয়েই চলেছে। এতে প্রিমিয়ামের পাশাপাশি থাকছে মিড-রেঞ্জের স্মার্টফোনও। আবার বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি বাজার ধরে রাখতে ও সেল বাড়াতে বেশ কম মূল্যের স্মার্টফোন অফার করছে গ্রাহকদের। যাঁরা সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কিনতে চান অথচ ক্যামেরা, ব্যাটারি লাইফ, ঝকঝকে ডিসপ্লে বা দামেও কম্প্রোমাইজ করতে চাইছেন না তাঁদের জন্য রইল কয়েকটি স্মার্টফোনের হদিশ।
advertisement
advertisement
advertisement
IQ00 Z6 5G: যাঁরা ফোনের পারফরম্যান্সের দিক থেকে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চান তাঁরা IQ00 Z6 5G কিনে ফেলতে পারেন। এতে অ্যান্ড্রয়েড ১২-র অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহকরা। এর বাজারে মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা। স্ন্যাপডাগ্রন ৬৯৬ চিপসেট, ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ ফ্রন্ট ৫০এমপি, ব্যাক ২ এমপি ক্যামেরা সহ উপলব্ধ।
advertisement
Realme 9 Pro 5G: কোয়ালকম স্ন্যাপডাগ্রন ৬৯৫ ৫জি প্রসেসর সহ এই স্মার্টফোনের বাজারজাত মূল্য মাত্র ১৮,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 5000mAh ব্যাটারি সহ 33W চার্জার এবং ৬৪এমপি নাইটস্কেপ ক্যামেরা ও ৮এমপি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ২এমপি ম্যাক্রো লেন্সের ফিচার।
advertisement