Tech Knowledge: কতদিন রিচার্জ না করলে আপনার নম্বর হয়ে যাবে অন্য কারও? না জানলেই বিপদ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এমতাবস্থায় সিম বন্ধ থাকলে এবং রিচার্জ না করলে কোম্পানিগুলো কত দিন কারওকে সিম ব্যবহার করতে দেয়, তা জানা খুবই জরুরি। আসুন জেনে নেই এর সঠিক উত্তর। (ছবি- আনস্প্ল্যাশ)
আজকাল আমাদের সকলের কাছেই একাধিক সিম কার্ড থাকে৷ কিন্তু বেশিরভাগ স্মার্টফোনেই ২টি সিম কার্ডের স্লট থাকে। তাই সব সময় সব সিম ব্যবহারও হয়না ও তাতে টাকা ভরানোও হয় না৷ তাছাড়া, সাম্প্রতিক সময়ে রিচার্জের দাম বেড়ে যাওয়ায় কেউ কেউ আবার একটাই সিম ব্যবহার করা শুরু করেছেন। এখন প্রশ্ন, রিচার্জ না করে সিমকার্ড ফেলে রাখলে ঠিক কতদিন সেটি আপনার নামে থাকবে? কত দিন পরে তা দিয়ে দেওয়া হবে অন্য কোনও ব্যক্তিকে, জানেন সেই তথ্য?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement