৬ হাজার টাকার বাজেটে সেরা স্মার্টফোন ! দেখে নিন তালিকা
Smartphone under Rs 60000 in India-আজকের দিনে যেমন প্রিমিয়াম রেঞ্জের ফোনের চাহিদা বেড়েছে তেমনই বেড়েছে এন্ট্রি লেবেল ফোনের চাহিদা। কোনও স্মার্টফোন সেলফি সেন্ট্রিক তো কোনটির আবার ব্যাটারি খুব ভাল। দেখে নিন ৬০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন


Samsung Galaxy M01 Core:এই ফোনে রয়েছে ৫.৩ ইঞ্চি ডিসপ্লে আর পাওয়ারের জন্য রয়েছে 3000 mAh এর ব্যাটারি। ফোনের ভিতরে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সঙ্গে ১জিবি র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য Galaxy M01 Core-এ রয়েছে ৮ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপক্সেল ক্যামেরা। ফোনটি দাম - ৫,৪৯৯ টাকা।


Redmi 5A: এই ফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সঙ্গে ২জব র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ৭। Redmi 5A এর দাম - ৪,৯৯৯ টাকা।


Xiaomi Redmi 4A: এটি একটি ডিসেন্ট পারফর্মেন্স এন্ট্রি লেবেল ফোন। ফোনের ভিতরে রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সঙ্গে ২জিবি র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপক্সেল ক্যামেরা। Redmi 4A এর দাম - ৫,৯৯৯ টাকা।


Micromax Canvas XP 4G:ফোনের ভিতরে রয়েছে ১ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সঙ্গে ৩জিবি র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে আর পাওয়ারের জন্য রয়েছে 2000 mAh এর ব্যাটারি। ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে ২ মেগাপক্সেল ক্যামেরা।


Xolo Era 1X: Xolo Era 1X ভিতরে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, সঙ্গে ১জিবি র্যাম আর ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ারের জন্য রয়েছে 2500mAh-এর ব্যাটারি। ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপক্সেল ক্যামেরা। Xolo Era 1X এর দাম - ৫,১৪৯ টাকা।