Bikes: বাদুড়ঝোলা হয়ে রোজ যাতায়াত করতে হয়? ভাল মাইলেজ দেওয়া বাইক কিনবেন? রইল হদিশ

Last Updated:
Mileage Bikes- এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই সস্তায় ভাল বাইকের খোঁজ দিলাম আমরা।
1/6
কলেজের রঙিন দিনগুলি যেন জীবনের সেরা সময় হয়ে ওঠে। বন্ধুমহলে নিজের প্রতিপত্তি জমানোর কথা ভাবেন অনেক কলেজ পড়ুয়াই। আসলে এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই আজকের প্রতিবেদনে বেশ কিছু সাশ্রয়ী মোটরসাইকেলের হদিশ দেব, যা দামের দিক থেকেও সস্তা আর পকেটেও চাপ ফেলবে না।
কলেজের রঙিন দিনগুলি যেন জীবনের সেরা সময় হয়ে ওঠে। বন্ধুমহলে নিজের প্রতিপত্তি জমানোর কথা ভাবেন অনেক কলেজ পড়ুয়াই। আসলে এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই আজকের প্রতিবেদনে বেশ কিছু সাশ্রয়ী মোটরসাইকেলের হদিশ দেব, যা দামের দিক থেকেও সস্তা আর পকেটেও চাপ ফেলবে না।
advertisement
2/6
Royal Enfield Hunter 350:দামের দিক থেকে আকর্ষণীয় তো বটেই, আর এর মজবুত রেট্রো ডিজাইনও নজর কাড়ার জন্য যথেষ্ট। এই মোটরসাইকেলকে সম্প্রতি আপডেট করা হলেও দাম বাড়ানো হয়নি। এই মোটরসাইকেলের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – বেস – Factory Black মিলবে ১৪৯৯০০ টাকায়। মিড ভ্যারিয়েন্ট– Rio White এবং Dapper Grey পাওয়া যাবে ১৭৬৭৫০ টাকায়। আর টপ ভ্যারিয়েন্ট – Tokyo Black, London Red এবং Rebel Blue মিলবে ১৮১৭৫০ টাকায়।
Royal Enfield Hunter 350:দামের দিক থেকে আকর্ষণীয় তো বটেই, আর এর মজবুত রেট্রো ডিজাইনও নজর কাড়ার জন্য যথেষ্ট। এই মোটরসাইকেলকে সম্প্রতি আপডেট করা হলেও দাম বাড়ানো হয়নি। এই মোটরসাইকেলের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – বেস – Factory Black মিলবে ১৪৯৯০০ টাকায়। মিড ভ্যারিয়েন্ট– Rio White এবং Dapper Grey পাওয়া যাবে ১৭৬৭৫০ টাকায়। আর টপ ভ্যারিয়েন্ট – Tokyo Black, London Red এবং Rebel Blue মিলবে ১৮১৭৫০ টাকায়।
advertisement
3/6
Bajaj Pulsar:এটা সবথেকে সাশ্রয়ী 160cc মটরসাইকেল। এর ফিচারগুলির মধ্যে অন্যতম হল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসট্যান্স টু এম্পটি রিউআউট এবং অ্যাভারেজ ফুয়েল ইকোনমি। এই মোটরসাইকেলে রয়েছে ড্যুয়াল-চ্যানেল ABS, USB চার্জিং পোর্ট এবং ৩০০এমএম ফ্রন্ট ডিস্ক এবং ২৩০এমএম রিয়ার ডিস্ক ব্রেক।
Bajaj Pulsar:এটা সবথেকে সাশ্রয়ী 160cc মটরসাইকেল। এর ফিচারগুলির মধ্যে অন্যতম হল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসট্যান্স টু এম্পটি রিউআউট এবং অ্যাভারেজ ফুয়েল ইকোনমি। এই মোটরসাইকেলে রয়েছে ড্যুয়াল-চ্যানেল ABS, USB চার্জিং পোর্ট এবং ৩০০এমএম ফ্রন্ট ডিস্ক এবং ২৩০এমএম রিয়ার ডিস্ক ব্রেক।
advertisement
4/6
Suzuki Gixxer SF:স্টাইলিশ বাইক-প্রেমীদের জন্য একেবারে আদর্শ Suzuki Gixxer SF। চারটি ভ্যারিয়েন্ট রয়েছে এই বাইকের। যার দাম ১.৩৮ লক্ষ টাকা থেকে ১.৪৮ লক্ষ টাকার মধ্যে (ex-showroom)। তিনটি রঙে মিলবে এই বাইক – অল ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট এবং গ্রে উইথ গ্রিন। এর এলইডি হেডলাইট এবং টেল ল্যাম্পে রয়েছে Bluetooth-enabled ইনস্ট্রুমেন্ট প্যানেল। ফলে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম, কলার আইডি, মিসড কল, এসএমএস ও WhatsApp অ্যালার্ট এবং সিঙ্গেল-চ্যানেল ABS-এর মতো ফিচার।
Suzuki Gixxer SF:স্টাইলিশ বাইক-প্রেমীদের জন্য একেবারে আদর্শ Suzuki Gixxer SF। চারটি ভ্যারিয়েন্ট রয়েছে এই বাইকের। যার দাম ১.৩৮ লক্ষ টাকা থেকে ১.৪৮ লক্ষ টাকার মধ্যে (ex-showroom)। তিনটি রঙে মিলবে এই বাইক – অল ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট এবং গ্রে উইথ গ্রিন। এর এলইডি হেডলাইট এবং টেল ল্যাম্পে রয়েছে Bluetooth-enabled ইনস্ট্রুমেন্ট প্যানেল। ফলে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম, কলার আইডি, মিসড কল, এসএমএস ও WhatsApp অ্যালার্ট এবং সিঙ্গেল-চ্যানেল ABS-এর মতো ফিচার।
advertisement
5/6
Yamaha FZ-S FI:Yamaha FZ-S FI-এর OBD2B-compliant 149cc এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে আসে Yamaha-র Smart Motor Generator (SMG) এবং Stop & Start System (SSS)। এতে রয়েছে একটি নতুন ৪.২ ইঞ্চির ফুল-কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যা Y-Connect অ্যাপের মাধ্যমে একটি স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
Yamaha FZ-S FI:Yamaha FZ-S FI-এর OBD2B-compliant 149cc এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে আসে Yamaha-র Smart Motor Generator (SMG) এবং Stop & Start System (SSS)। এতে রয়েছে একটি নতুন ৪.২ ইঞ্চির ফুল-কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যা Y-Connect অ্যাপের মাধ্যমে একটি স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
advertisement
6/6
Apache RTR 200 4V:TVS Motor-এর রেসিং ডিএনএ-র কথা মাথায় রেখেই আনা হয়েছে Apache RTR 200 4V। এটাই এই সেগমেন্টের প্রথম বাইক, যা Sport, Urban এবং Rain - এর মতো রাইড মোড প্রদান করে। এতে রয়েছে ড্যুয়াল চ্যানেল ABS এবং একটি স্মার্ট ইনস্ট্রুমেন্ট প্যানেলও।
Apache RTR 200 4V:TVS Motor-এর রেসিং ডিএনএ-র কথা মাথায় রেখেই আনা হয়েছে Apache RTR 200 4V। এটাই এই সেগমেন্টের প্রথম বাইক, যা Sport, Urban এবং Rain - এর মতো রাইড মোড প্রদান করে। এতে রয়েছে ড্যুয়াল চ্যানেল ABS এবং একটি স্মার্ট ইনস্ট্রুমেন্ট প্যানেলও।
advertisement
advertisement
advertisement