AC-র ইনডোর-আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব কত রাখতে হয়? জানলে এসি ভাল থাকবে

Last Updated:
স্প্লিট এসি-র ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে ন্যূনতম দূরত্ব ৩ থেকে ৫ ফুট হওয়া উচিত। এতে এসির দুটি ইউনিটের মধ্যে কেবল এবং পাইপের সংযোগ ঠিকঠাক থাকে।
1/6
এপ্রিল মাসের শুরু থেকেই প্রচণ্ড গরম। হাঁসফাস অবস্থা। এবারও কি আগের বছরের মতোই গরম পড়বে! এই প্রশ্ন এখন অনেকের মনেই। আর এরই মধ্যে অনেকে আবার এসি কেনার প্ল্যান করে ফেলেছেন।
এপ্রিল মাসের শুরু থেকেই প্রচণ্ড গরম। হাঁসফাস অবস্থা। এবারও কি আগের বছরের মতোই গরম পড়বে! এই প্রশ্ন এখন অনেকের মনেই। আর এরই মধ্যে অনেকে আবার এসি কেনার প্ল্যান করে ফেলেছেন।
advertisement
2/6
এসি কেনার প্ল্যান করে থাকলে একটি তথ্য জেনে রাখা দরকার। সেটি হল এসির ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব ঠিক কতটা থাকা উচিত! কোম্পানির লোকজন এসে আপনাকে বিভিন্নরকম তথ্য দেবে। তবে এই নিয়ে সঠিক তথ্য আপনার জেনে রাখা দরকার।
এসি কেনার প্ল্যান করে থাকলে একটি তথ্য জেনে রাখা দরকার। সেটি হল এসির ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব ঠিক কতটা থাকা উচিত! কোম্পানির লোকজন এসে আপনাকে বিভিন্নরকম তথ্য দেবে। তবে এই নিয়ে সঠিক তথ্য আপনার জেনে রাখা দরকার।
advertisement
3/6
AC-র ইন্ডোর এবং আউটডোর ইউনিটের দূরত্ব যদি ঠিকঠাক থাকে তা হলে এসি-তে সমস্যা হয় না। এসি ভালভাবে চলে দিনের পর দিন। স্প্লিট এসির ক্ষেত্রে ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়।
AC-র ইন্ডোর এবং আউটডোর ইউনিটের দূরত্ব যদি ঠিকঠাক থাকে তা হলে এসি-তে সমস্যা হয় না। এসি ভালভাবে চলে দিনের পর দিন। স্প্লিট এসির ক্ষেত্রে ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement
4/6
স্প্লিট এসি-র ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে ন্যূনতম দূরত্ব ৩ থেকে ৫ ফুট হওয়া উচিত। এতে এসির দুটি ইউনিটের মধ্যে কেবল এবং পাইপের সংযোগ ঠিকঠাক থাকে। ফলে এসির কুলিং সিস্টেম ভাল থাকে।
স্প্লিট এসি-র ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে ন্যূনতম দূরত্ব ৩ থেকে ৫ ফুট হওয়া উচিত। এতে এসির দুটি ইউনিটের মধ্যে কেবল এবং পাইপের সংযোগ ঠিকঠাক থাকে। ফলে এসির কুলিং সিস্টেম ভাল থাকে।
advertisement
5/6
বহু সংস্থা ইনস্টলেশন চার্জে ৬ ফিট পাইপের টাকা ধরে নেয়। তার থেকে বেশি পাইপ লাগলে একস্ট্রা পে করতে হয়। দুটি ইউনিটের মধ্যে দূরত্ব কখনওই ৬ ফিট-এর বেশি হওয়া উচিত নয়।
বহু সংস্থা ইনস্টলেশন চার্জে ৬ ফিট পাইপের টাকা ধরে নেয়। তার থেকে বেশি পাইপ লাগলে একস্ট্রা পে করতে হয়। দুটি ইউনিটের মধ্যে দূরত্ব কখনওই ৬ ফিট-এর বেশি হওয়া উচিত নয়।
advertisement
6/6
যদিও স্প্লিট এসির ইনডোর এবং আউটডোরের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হতে পারে ১৫ থেকে ২০ ফুট। তবে সেটা না করাই ভাল।  বিভিন্ন ব্র্যান্ড এবং এসির মডেলের উপর এই দূরত্বের তারতম্য হতে পারে।
যদিও স্প্লিট এসির ইনডোর এবং আউটডোরের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হতে পারে ১৫ থেকে ২০ ফুট। তবে সেটা না করাই ভাল। কারণ তাতে একদিকে ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ খরচ বাড়তে পারে। আবার এসির কুলিং সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে। যদিও বিভিন্ন ব্র্যান্ড এবং এসির মডেলের উপর এই দূরত্বের তারতম্য হতে পারে।
advertisement
advertisement
advertisement