Jio Prepaid Recharge Plans: Jio-র তিন সেরা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা ছাড়া সস্তায় পাবেন আনলিমিটেড কলিং
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Jio prepaid recharge plans: অনেকেই হয়তো জানেন না যে, Jio-র এমন তিনটি প্ল্যান রয়েছে, যা ভ্যালিডিটি এবং ডেটার নিরিখে দুর্দান্ত। বলা ভাল, ব্যবহারকারীদের একেবারে সেরা সুবিধা দিতে পারে এই তিনটি প্ল্যান।
advertisement
যদিও এই তিনটি সবথেকে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নয়, তবে এগুলি সবথেকে বাস্তববাদী প্ল্যান। যা আনলিমিটেড ৫জি ডেটা এবং কলিংয়ের মতো সুবিধাজনক পরিষেবা প্রদান করতে পারে। আজকের প্রতিবেদনে এই তিনটি রিচার্জ প্ল্যানের বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক। আর জেনে নেওয়া যাক, এর থেকে কী কী সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
advertisement
Jio-র ৩৪৯ টাকার রিচার্জ প্ল্য়ান: এই প্ল্যানের ক্ষেত্রে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। সেই সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ৫জি ডেটা এবং ৪জি ডেটার জন্য প্রতিদিন ২ জিবি-র লিমিট। খুবই কম খরচে Jio সবথেকে বেশি সুবিধা দিতে সক্ষম Jio। আসলে একজন গ্রাহক নিজের টেলিকম অপারেটরের থেকে যা প্রত্যাশা করেন, সেই সমস্ত কিছুই পাওয়া যায় এই প্ল্যানে। যাঁদের প্রতিদিন প্রচুর সেলুলার ডেটার প্রয়োজন হয়, তাঁদের জন্য এটা সেরা মাসিক রিচার্জ প্ল্যান।
advertisement
Jio-র ৭৪৯ টাকার রিচার্জ প্ল্য়ান: এই প্ল্যান ৭২ দিনের ভ্যালিডিটি অফার করে। এর অর্থ হল Jio-র এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আড়াই মাসেরও বেশি। সেই সঙ্গে ব্যবহারকারীরা পেয়ে যাবে আনলিমিটেড ৫জি ডেটা এবং কলিং। সেই সঙ্গে দৈনিক ২ জিবি করে ৪জি ডেটা পাবেন তাঁরা। এর পাশাপাশি গোটা ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ৪জি ডেটার অতিরিক্ত ২০ জিবি পেয়ে যাবেন গ্রাহকরা। এটা একটা উপযোগী অ্যাড-অন। বিশেষ করে, তাঁদের জন্য, যাঁদের এলাকায় ৫জি কভারেজ তেমন ভাল নয়।
advertisement
Jio-র ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্য়ান: Jio-র এই অ্যানুয়াল রিচার্জ প্ল্যান ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করে। সেই সঙ্গে মিলবে ৫জি ডেটা অ্যাক্সেস। আর তার পাশাপাশি ২.৫ জিবি কোটার দৈনিক ৪জি ডেটা। যাঁরা একবার রিচার্জ করতে পছন্দ করেন, তাঁদের জন্য এই প্ল্যান একেবারে আদর্শ। সেই সঙ্গে গ্রাহকদের গোটা বছর জুড়ে প্ল্যানের ভ্যালিডিটি অথবা ডেটা লিমিটের জন্য উদ্বিগ্ন হতে হবে না। যার অর্থ হল, এই প্ল্যানের জন্য মাসে মাসে গ্রাহকদের খরচ করতে হবে ২৭৬ টাকা করে।