advertisement

তিন দিনে ৪ কোটি টাকা ইউজারদের অ্যাকাউন্ট থেকে গায়েব, বন্ধ এই পেমেন্ট অ্যাপ

Last Updated:
1/4
মোবাইল অ্যাপের সাহায্যে রোজদিন টাকা চুরির কথা সামনএস আসে। এবার একম এটি খবর পাওয়া গেল জাপান থেকে। এই অ্যাপটি ৯টি ইউজার থেকে প্রায় 3.42 কোটি টাকা চুরি করে নিয়েছে।
মোবাইল অ্যাপের সাহায্যে রোজদিন টাকা চুরির কথা সামনএস আসে। এবার একম এটি খবর পাওয়া গেল জাপান থেকে। এই অ্যাপটি ৯টি ইউজার থেকে প্রায় 3.42 কোটি টাকা চুরি করে নিয়েছে।
advertisement
2/4
এই অ্যাপটির নাম 7Pay। এই অ্যাপটিতে সদ্য যোগ হয়েছিল পেমেন্ট করার নতুন একটি পধ্যতি, আর এরপরই হ্যাকাররা ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়।
এই অ্যাপটির নাম 7Pay। এই অ্যাপটিতে সদ্য যোগ হয়েছিল পেমেন্ট করার নতুন একটি পধ্যতি, আর এরপরই হ্যাকাররা ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়।
advertisement
3/4
আর এর পরেই জাপান 7Pay অ্যাপের পেমেন্ট ফিচারটিকে সাসপেন্ড করে দিয়েছে। এই ফিচারটির সাহায্যে অনেক কাস্টোমারদের অ্যাকাউন্ট খালি করে দিয়েছে একটি থার্ড পার্টি।
আর এর পরেই জাপান 7Pay অ্যাপের পেমেন্ট ফিচারটিকে সাসপেন্ড করে দিয়েছে। এই ফিচারটির সাহায্যে অনেক কাস্টোমারদের অ্যাকাউন্ট খালি করে দিয়েছে একটি থার্ড পার্টি।
advertisement
4/4
১জুলাই থেকে এই নতুন পেমেন্ট ফিচারটি শুরু করেছিল 7Pay অ্যাপ, আর ৩ জুলাই এই ফিচারটিকে বন্ধ করতে হয় অ্যাপটিকে। মানে তিনদিনে হ্যাকারা এই কাজটি করে ফেলেছে।
১জুলাই থেকে এই নতুন পেমেন্ট ফিচারটি শুরু করেছিল 7Pay অ্যাপ, আর ৩ জুলাই এই ফিচারটিকে বন্ধ করতে হয় অ্যাপটিকে। মানে তিনদিনে হ্যাকারা এই কাজটি করে ফেলেছে।
advertisement
advertisement
advertisement