iPhone: মাত্র ৩৫,০০০ টাকায় iPhone 15! বর্ষশেষের উপহার অ্যামাজন-ফ্লিপকার্টের বিরাট ডিল, জানুন

Last Updated:
iPhone: এই মুহূর্তে যাঁরা iPhone 15 কিনতে চাইছেন, তাঁদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। সৌজন্যে ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart। এই দুই প্ল্যাটফর্মে মিলছে ব্যাপক ছাড়।
1/7
*বছর প্রায় শেষ। ফলে এবার আড্ডা, গান, খানাপিনা এবং উৎসব উদযাপনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। আর এই সময়টায় বিভিন্ন জায়গায় কেনাকাটার উপর ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। আর টেক-প্রেমীদের জন্য তো কথাই নেই! বিভিন্ন জায়গায় টেক-প্রেমীদের কথা মাথায় রেখে দুর্দান্ত ডিল আনা হচ্ছে। সংগৃহীত ছবি। 
*বছর প্রায় শেষ। ফলে এবার আড্ডা, গান, খানাপিনা এবং উৎসব উদযাপনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। আর এই সময়টায় বিভিন্ন জায়গায় কেনাকাটার উপর ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। আর টেক-প্রেমীদের জন্য তো কথাই নেই! বিভিন্ন জায়গায় টেক-প্রেমীদের কথা মাথায় রেখে দুর্দান্ত ডিল আনা হচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*চলতি বছরেই iPhone 15 সিরিজ লঞ্চ করেছে Apple। আর আমাদের দেশে এর ভ্যানিলা মডেল জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। আর এই মুহূর্তে যাঁরা iPhone 15 কিনতে চাইছেন, তাঁদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। সৌজন্যে ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart। এই দুই প্ল্যাটফর্মে মিলছে ব্যাপক ছাড়। যার ফলে নতুন লঞ্চ করা Apple ডিভাইস হয়ে উঠেছে পকেট-ফ্রেন্ডলি। সংগৃহীত ছবি। 
*চলতি বছরেই iPhone 15 সিরিজ লঞ্চ করেছে Apple। আর আমাদের দেশে এর ভ্যানিলা মডেল জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। আর এই মুহূর্তে যাঁরা iPhone 15 কিনতে চাইছেন, তাঁদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। সৌজন্যে ই-কমার্স জায়ান্ট Amazon এবং Flipkart। এই দুই প্ল্যাটফর্মে মিলছে ব্যাপক ছাড়। যার ফলে নতুন লঞ্চ করা Apple ডিভাইস হয়ে উঠেছে পকেট-ফ্রেন্ডলি। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বাজারে আত্মপ্রকাশ করেছিল iPhone 15। আর এটাই হয়ে উঠেছে সর্বকালের সেরা নন-প্রো আইফোন। বিশেষ করে এর Dynamic Island এবং ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার জন্য। তাহলে Amazon এবং Flipkart-এর সেরা ডিলগুলি দেখে নেওয়া যাক। সংগৃহীত ছবি। 
*চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বাজারে আত্মপ্রকাশ করেছিল iPhone 15। আর এটাই হয়ে উঠেছে সর্বকালের সেরা নন-প্রো আইফোন। বিশেষ করে এর Dynamic Island এবং ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার জন্য। তাহলে Amazon এবং Flipkart-এর সেরা ডিলগুলি দেখে নেওয়া যাক। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*iPhone 15-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ২ শতাংশ ছাড়ে ৭৭৯০০ টাকায়। তবে আরও অনেক কমে এই আইফোন কেনার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। কীরকম? ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৩৭৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যার ফলে দাম হবে ৪০৪০০ টাকা। সংগৃহীত ছবি। 
*iPhone 15-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ২ শতাংশ ছাড়ে ৭৭৯০০ টাকায়। তবে আরও অনেক কমে এই আইফোন কেনার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। কীরকম? ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৩৭৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। যার ফলে দাম হবে ৪০৪০০ টাকা। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*ব্যাঙ্ক অফারের দিক থেকে দেখতে গেলে HDFC Bank Credit Card EMI ট্রানজ্যাকশনের উপর ৫০০০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এখানেই শেষ নয়, নন-ইএমআই ট্রানজ্যাকশন এবং HDFC Bank Debit Card EMI ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও রয়েছে মিলছে আকর্ষণীয় ছাড়। যার ফলে iPhone 15-এর দাম কমে হবে ৩৫৪০০ টাকা। এখানেই শেষ নয়, iPhone 15 কিনলে গ্রাহকরা বাছাই করা কিছু রুম হিটারের উপর অতিরিক্ত ৭৫ টাকা ছাড় পেয়ে যাবেন। সংগৃহীত ছবি। 
*ব্যাঙ্ক অফারের দিক থেকে দেখতে গেলে HDFC Bank Credit Card EMI ট্রানজ্যাকশনের উপর ৫০০০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এখানেই শেষ নয়, নন-ইএমআই ট্রানজ্যাকশন এবং HDFC Bank Debit Card EMI ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও রয়েছে মিলছে আকর্ষণীয় ছাড়। যার ফলে iPhone 15-এর দাম কমে হবে ৩৫৪০০ টাকা। এখানেই শেষ নয়, iPhone 15 কিনলে গ্রাহকরা বাছাই করা কিছু রুম হিটারের উপর অতিরিক্ত ৭৫ টাকা ছাড় পেয়ে যাবেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*একইভাবে অ্যামাজনও ছাড় দিচ্ছে। iPhone 15-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৭৯৯০০ টাকায়। অ্যামাজনে মিলছে ৬ শতাংশ ছাড়। ফলে দাম হচ্ছে ৭৪৯০০ টাকা। এখানেই শেষ নয়, ওই ই-রিটেলার এক্সচেঞ্জ ডিসকাউন্টও দিচ্ছে ৩২০৫০ টাকা পর্যন্ত। ফলে এক্সচেঞ্জ করলে দাম হবে ৪২৮৫০ টাকা। এর পাশাপাশি Amazon Pay ICICI Credit Card-এ ওয়েলকাম রিওয়ার্ড হিসেবে মিলবে ২৫০০ টাকার ক্যাশব্যাক। যার জন্য দাম দাঁড়াবে ৪০৩৫০ টাকা। সংগৃহীত ছবি। 
*একইভাবে অ্যামাজনও ছাড় দিচ্ছে। iPhone 15-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৭৯৯০০ টাকায়। অ্যামাজনে মিলছে ৬ শতাংশ ছাড়। ফলে দাম হচ্ছে ৭৪৯০০ টাকা। এখানেই শেষ নয়, ওই ই-রিটেলার এক্সচেঞ্জ ডিসকাউন্টও দিচ্ছে ৩২০৫০ টাকা পর্যন্ত। ফলে এক্সচেঞ্জ করলে দাম হবে ৪২৮৫০ টাকা। এর পাশাপাশি Amazon Pay ICICI Credit Card-এ ওয়েলকাম রিওয়ার্ড হিসেবে মিলবে ২৫০০ টাকার ক্যাশব্যাক। যার জন্য দাম দাঁড়াবে ৪০৩৫০ টাকা। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*iPhone 15 ফোনে রয়েছে ১২৮ জিবি রম। আকর্ষণীয় ভিস্যুয়ালের জন্য আছে এক্সপ্যানসিভ ১৫.৪৯ সেন্টিমিটার (৬.১ ইঞ্চি) সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। যার ফলে প্রাণবন্ত রঙ এবং শার্প ক্ল্যারিটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। আর ক্যামেরাতেও রয়েছে চমক। কারণ ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ড্যুয়াল রিয়ার ক্যামেরায় অসাধারণ ঝকঝকে ছবি উঠবে। আর সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসটি A16 Bionic Chip এবং শক্তিশালী ৬-কোর প্রসেসর দ্বারা পরিচালিত। সংগৃহীত ছবি।
*iPhone 15 ফোনে রয়েছে ১২৮ জিবি রম। আকর্ষণীয় ভিস্যুয়ালের জন্য আছে এক্সপ্যানসিভ ১৫.৪৯ সেন্টিমিটার (৬.১ ইঞ্চি) সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। যার ফলে প্রাণবন্ত রঙ এবং শার্প ক্ল্যারিটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। আর ক্যামেরাতেও রয়েছে চমক। কারণ ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ড্যুয়াল রিয়ার ক্যামেরায় অসাধারণ ঝকঝকে ছবি উঠবে। আর সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসটি A16 Bionic Chip এবং শক্তিশালী ৬-কোর প্রসেসর দ্বারা পরিচালিত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement