Inverter LED Bulb: কারেন্ট চলে গেলেও চিন্তা নেই! ঘণ্টার পর ঘণ্টা চলবে এই বাল্ব, আলোকিত হবে ঘরের কোণা কোণা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বাজারে লঞ্চ করা হয়েছে বাজাজ ইনভার্টার রিচার্জেবল বাল্ব, যা গ্রাহকদের এক চার্জে একটানা ৪ ঘন্টা পর্যন্ত আলো দিতে পারে। এই ধরনের বিশেষ বাল্বের দামও কিন্তু খুব বেশি নয়।
Inverter LED Bulb: বর্তমানে তীব্র গরমের মধ্যে লোডশেডিং আরও বেশি করে সমস্যার সৃষ্টি করেছে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা ধরে কারেন্ট থাকছে না। গ্রীষ্মকালে শহর এবং গ্রাম উভয় জায়গাতেই প্রচুর পরিমাণে লোডশেডিং হতে দেখা যায়। বর্তমানে শহরের ঘরে ঘরে ইনভার্টার ব্যবহার করা হলেও, গ্রামের অনেক বাড়িতেই ইনভার্টার নেই।
advertisement
advertisement
advertisement
Inverter LED Bulb: বাজাজ ইনভার্টার রিচার্জেবল বাল্বে এলইডি রয়েছে, যাতে ১২W ক্ষমতা থাকার পরেও এটি ১২০০ বর্গফুট পর্যন্ত একটি ঘরকে ভালভাবে আলোকিত করতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি চার্জ করতে গ্রাহকদের বেশি বিদ্যুতের প্রয়োজন হয় না। আবার এই বাজাজ ইনভার্টার রিচার্জেবল বাল্বের দামও খুব বেশি নয়।
advertisement
বাজাজ এলইডি রিচার্জেবল বাল্বের দাম - এই বাজাজ রিচার্জেবল ইনভার্টার বাল্বটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে ক্রয় করা যেতে পারে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ বাজাজ এলইডি রিচার্জেবল বাল্বটি ৬৮৫ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু, বর্তমানে এই বাল্বে ৫৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ এর ফলে গ্রাহকরা বাজাজ এলইডি রিচার্জেবল বাল্ব ক্রয় করতে পারেন মাত্র ২৯৯ টাকায়।
advertisement
বাজাজ এলইডি রিচার্জেবল বাল্বের অফার - জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এই বাল্বের ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। একই সঙ্গে বাজাজ এলইডি রিচার্জেবল বাল্ব পছন্দ না হলে ৭ দিনের মধ্যে গ্রাহকরা ফেরত দিতে পারবেন। এছাড়াও বাজাজ এলইডি রিচার্জেবল বাল্বে কোম্পানির পক্ষ থেকে ১ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে।
advertisement