Indian Railways PRS Shutdown: যাত্রীদের জন্য জরুরি খবর! ২২ নভেম্বর রাতে বন্ধ থাকবে ট্রেনের টিকিট বুকিং, ক্যানসেলেশন-সহ সমস্ত পিআরএস পরিষেবা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Railways PRS Shutdown: ২২ নভেম্বর রাত ১১:৪৫ থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে রেলের PRS পরিষেবা, ফলে টিকিট বুকিং ও ক্যানসেলেশন স্থগিত থাকবে। এদিকে উত্তর ভারতে ঘন কুয়াশায় বহু ট্রেন দেরি ও বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
advertisement
advertisement
সিস্টেম আপগ্রেডের সময় পাঁচ ঘন্টা বন্ধ: PRS বন্ধ থাকবে পাঁচ ঘন্টা, ২২ নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫ থেকে ২৩ নভেম্বর ভোর ৪:৪৫ পর্যন্ত, কারণ ভারতীয় রেলওয়ে পুরনো মূল সিস্টেম থেকে নতুন সিস্টেমে স্যুইচ করছে। আন-পিক আওয়ারে আপগ্রেডের পরিকল্পনা করা হয়েছে যাতে অসুবিধা কম হয়, কারণ সেই সময়ে কম যাত্রী পরিষেবা ব্যবহার করেন।
advertisement
advertisement
advertisement
ভারতীয় রেলওয়ে জানিয়েছে, পটনা, আম্বালা, প্রয়াগরাজ, অমৃতসর, কামাখ্যা, কলকাতা, আজমের এবং হাওড়া সহ ২৪টি প্রধান দীর্ঘ রুটের ট্রেন ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত তিন মাসের জন্য বাতিল করা হয়েছে। এর ফলে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম এবং অন্যান্য রাজ্যের লাখ লাখ যাত্রী প্রভাবিত হবেন।
advertisement
advertisement
ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:কেউ যদি এই সময়ের মধ্যে ভ্রমণ করার পরিকল্পনা করেন, তাহলে আগে থেকেই ট্রেনের আপডেটেড অবস্থা পরীক্ষা করে নিতে হবে। বাতিল এবং সীমিত ট্রেনের সম্পূর্ণ তালিকা রেলওয়ে ওয়েবসাইটে এবং প্রধান স্টেশনগুলিতে পাওয়া যাবে। আগে থেকে পরীক্ষা না করলে শেষ মুহূর্তে ক্যানসেলেশন বা রিফান্ডের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে।
