এখন প্রশ্ন হল, কীভাবে আফ্রিকায় এতটা জনপ্রিয় হল ভারতের দুই সংস্থা! আসলে এর পিছনে চিনা সংস্থাগুলির পরোক্ষ অবদান রয়েছে। চিনা মোটরসাইকেলগুলি সস্তার হলেও টেকসই নয়। তার উপর তাদের আফটার সেলস সার্ভিস জঘন্য। আর তাই আফ্রিকায় চিনা বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগায় বাজাজ ও টিভিএস।