AC: এসি থেকে বের হওয়া জল ফেলে দেন নাকি? একদম না! সহজেই এই কাজে লাগাতে পারেন এসির জল

Last Updated:
তবে এসি থেকে বের হওয়া জল কেউ যদি ধরে রেখে ব্যবহার করতে চান, তাহলে তা পানীয় জল হিসেবে ব্যবহার করার প্রশ্নই উঠছে না।
1/7
গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার (AC)। (File Image, News 18)
গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার (AC)। (File Image, News 18)
advertisement
2/7
এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।
এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।
advertisement
3/7
এসি থেকে জল বেরনো খুব স্বাভাবিক ঘটনা। আউটডোর ইউনিটের পাইপ সাধারণত বাড়ির বাইরের দিকের দেওয়াল দিয়ে ঝোলে, ফলে দেওয়াল বেয়ে সেই জল মাটিতেই গড়িয়ে যায়।
এসি থেকে জল বেরনো খুব স্বাভাবিক ঘটনা। আউটডোর ইউনিটের পাইপ সাধারণত বাড়ির বাইরের দিকের দেওয়াল দিয়ে ঝোলে, ফলে দেওয়াল বেয়ে সেই জল মাটিতেই গড়িয়ে যায়।
advertisement
4/7
এসি থেকে বেরিয়ে আসা জল সাধারণত পরিষ্কার হয়ে থাকে। একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করলে তা দিয়ে অনায়াসেই জামাকাপড় ধুতে পারবেন।
এসি থেকে বেরিয়ে আসা জল সাধারণত পরিষ্কার হয়ে থাকে। একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করলে তা দিয়ে অনায়াসেই জামাকাপড় ধুতে পারবেন।
advertisement
5/7
নিজের চারচাকা বা দু’চাকা গাড়ি ধোয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে এই জল।
নিজের চারচাকা বা দু’চাকা গাড়ি ধোয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে এই জল।
advertisement
6/7
তবে এসি থেকে বের হওয়া জল কেউ যদি ধরে রেখে ব্যবহার করতে চান, তাহলে বলাই বাহুল্য তা পানীয় জল হিসেবে ব্যবহার করার প্রশ্নই উঠছে না। সে জল ফিল্টার করে নেওয়া হলেও। কেন না, এসি থেকে বের হওয়া জলে থাকে নানা রকমের ধূলিকণা, রাসায়নিকের টুকরো, ব্যাকটেরিয়াও এই জলে মিশে থাকে।
তবে এসি থেকে বের হওয়া জল কেউ যদি ধরে রেখে ব্যবহার করতে চান, তাহলে বলাই বাহুল্য তা পানীয় জল হিসেবে ব্যবহার করার প্রশ্নই উঠছে না। সে জল ফিল্টার করে নেওয়া হলেও। কেন না, এসি থেকে বের হওয়া জলে থাকে নানা রকমের ধূলিকণা, রাসায়নিকের টুকরো, ব্যাকটেরিয়াও এই জলে মিশে থাকে।
advertisement
7/7
গাছেদের পক্ষেও ভাল নয়। প্রথমে কিছু বোঝা যাবে না ঠিকই, তবে ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে।
গাছেদের পক্ষেও ভাল নয়। প্রথমে কিছু বোঝা যাবে না ঠিকই, তবে ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে।
advertisement
advertisement
advertisement