Laptop: ল‍্যাপটপ বাড়িতে ভুলেই চলে গিয়েছেন অফিস? চিন্তা নেই, শুধু হাতে ফোন থাকলেই হবে

Last Updated:
ফোন থেকে বিভিন্ন ভাবে PC-র সঙ্গে সংযোগ তৈরি করা যেতে পারে। দেখে নেওয়া যাক, সেই উপায়।
1/10
রোজকার কাজ, গেম খেলার জন্য বহু মানুষ এখনও Windows PC ব্যবহার করে থাকেন। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে ফাইলও স্টোর করে রাখেন। কিন্তু অন্য জায়গায় বসে কি নিজের PC দেখা কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব?
রোজকার কাজ, গেম খেলার জন্য বহু মানুষ এখনও Windows PC ব্যবহার করে থাকেন। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে ফাইলও স্টোর করে রাখেন। কিন্তু অন্য জায়গায় বসে কি নিজের PC দেখা কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব?
advertisement
2/10
হ্যাঁ একেবারেই সম্ভব! আসলে স্মার্টফোনের যুগে সব কিছুই সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু বাজেট-ফ্রেন্টলি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন! ফোন থেকে বিভিন্ন ভাবে PC-র সঙ্গে সংযোগ তৈরি করা যেতে পারে। দেখে নেওয়া যাক, সেই উপায়।
হ্যাঁ একেবারেই সম্ভব! আসলে স্মার্টফোনের যুগে সব কিছুই সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু বাজেট-ফ্রেন্টলি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন! ফোন থেকে বিভিন্ন ভাবে PC-র সঙ্গে সংযোগ তৈরি করা যেতে পারে। দেখে নেওয়া যাক, সেই উপায়।
advertisement
3/10
Microsoft Remote Desktop অ্যাপের ব্যবহার:
এর জন্য প্রথমে PC-র Remote Desktop অন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পন্থা অবলম্বন করতে হবে।
Microsoft Remote Desktop অ্যাপের ব্যবহার: এর জন্য প্রথমে PC-র Remote Desktop অন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পন্থা অবলম্বন করতে হবে।
advertisement
4/10
১. PC-তে প্রথমে উইন্ডোজ লোগো-র স্টার্ট আইকনে ক্লিক করতে হবে।২. এবার সেটিংস অ্যাপে গিয়ে Settings cog আইকন বেছে নিতে হবে।
৩. এরপর System > Remote Desktop-এ যেতে হবে। PC নেম ফিল্ড মনে রাখা আবশ্যক।
১. PC-তে প্রথমে উইন্ডোজ লোগো-র স্টার্ট আইকনে ক্লিক করতে হবে।২. এবার সেটিংস অ্যাপে গিয়ে Settings cog আইকন বেছে নিতে হবে। ৩. এরপর System > Remote Desktop-এ যেতে হবে। PC নেম ফিল্ড মনে রাখা আবশ্যক।
advertisement
5/10
৪. এবার অন করার জন্য Remote Desktop ফ্লিপ করতে হবে।
৫. শেষে Confirm বাটনে ক্লিক করতে হবে।
৪. এবার অন করার জন্য Remote Desktop ফ্লিপ করতে হবে। ৫. শেষে Confirm বাটনে ক্লিক করতে হবে।
advertisement
6/10
এরপর নিজের ফোনে Remote Desktop অ্যাপ ইনস্টল করতে হবে। আর তার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে হবে।১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে Remote Desktop ডাউনলোড করতে হবে।
২. অ্যাপটি খুলে তা চালিয়ে যাওয়ার জন্য Accept বাটনে আঙুল ছোঁয়াতে হবে।
এরপর নিজের ফোনে Remote Desktop অ্যাপ ইনস্টল করতে হবে। আর তার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে হবে।১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে Remote Desktop ডাউনলোড করতে হবে। ২. অ্যাপটি খুলে তা চালিয়ে যাওয়ার জন্য Accept বাটনে আঙুল ছোঁয়াতে হবে।
advertisement
7/10
৩. এবার উপরের ডান দিকের কোণে থাকা + বাটনে ট্যাপ করতে হবে।
৪. Add PC অপশন বেছে নিতে হবে।
৫. এবার টেক্সট বক্সে নিজের PC-র নাম বসাতে হবে।
৬. ইউজার অ্যাকাউন্টের তলায় ড্রপ ডাউন মেন্যুতে প্রয়োজন হলে Ask অপশনে টাচ করতে হবে।
৩. এবার উপরের ডান দিকের কোণে থাকা + বাটনে ট্যাপ করতে হবে। ৪. Add PC অপশন বেছে নিতে হবে। ৫. এবার টেক্সট বক্সে নিজের PC-র নাম বসাতে হবে। ৬. ইউজার অ্যাকাউন্টের তলায় ড্রপ ডাউন মেন্যুতে প্রয়োজন হলে Ask অপশনে টাচ করতে হবে।
advertisement
8/10
৭. অ্যাড ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে।৮. নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে Save অপশনে টাচ করতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, এই পেজে মাইক্রোসফট ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে হতে পারে।
৭. অ্যাড ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে।৮. নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে Save অপশনে টাচ করতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, এই পেজে মাইক্রোসফট ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে হতে পারে।
advertisement
9/10
সেটআপ প্রসেস শেষ করে PC-তে কানেক্ট করতে হবে। PC-র সঙ্গে ফোন কানেক্ট করার উপায়গুলি নিম্নলিখিত:১. সমস্ত অপশন স্ক্রোল করতে হবে এবং যা ইচ্ছে, সেটা অ্যাক্টিভেট করতে হবে।
২. এটা শেষ করার পরে উপরের ডান দিকের কর্নারে থাকা Save অপশনে ক্লিক করতে হবে।
সেটআপ প্রসেস শেষ করে PC-তে কানেক্ট করতে হবে। PC-র সঙ্গে ফোন কানেক্ট করার উপায়গুলি নিম্নলিখিত:১. সমস্ত অপশন স্ক্রোল করতে হবে এবং যা ইচ্ছে, সেটা অ্যাক্টিভেট করতে হবে। ২. এটা শেষ করার পরে উপরের ডান দিকের কর্নারে থাকা Save অপশনে ক্লিক করতে হবে।
advertisement
10/10
৩. PC-র জন্য এই লিস্টে একটি নতুন এন্ট্রি দেখতে পাবেন।৪. নিজের ফোন থেকে PC-কে নিয়ন্ত্রণ করতে একবার এর উপর ট্যাপ করতে হবে।
এখানেই শেষ নয়, Google Chrome থেকেও Remote Desktop অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
৩. PC-র জন্য এই লিস্টে একটি নতুন এন্ট্রি দেখতে পাবেন।৪. নিজের ফোন থেকে PC-কে নিয়ন্ত্রণ করতে একবার এর উপর ট্যাপ করতে হবে। এখানেই শেষ নয়, Google Chrome থেকেও Remote Desktop অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement