Bike Engine OIl: কত দিন বাদে বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? ভাল মাইলেজ চাইলে জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bike Engine Oil: বাইক যদি পুরনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিমি পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরনো বাইক থেকেও আপনি ভাল মাইলেজ পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
শহরে ট্র্যাফিকের কারণে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদল করতে হয়, ক্লাচ চাপতে হয়। ফলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে। এই কারণে, প্রতি ৩০০০ কিমি পর ইঞ্জিন অয়েল বদলানো ভাল। হাইওয়েতে বাইক লাগাতার চলে, এতে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে খারাপ হয়। এই অবস্থায় ৪০০০-৫০০০ কিমি পর্যন্ত চালিয়ে তার পর অয়েল বদলানো যায়।
advertisement