AC Electricity Uses: ১.৫ টন এসি ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ পোড়ায়? দিনে ৮, ১০ কিংবা ১২ ঘণ্টা চালালে মাসে কত বিল আসবে? অঙ্ক মিলিয়ে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
AC Electricity Uses: ১.৫ টন ক্ষমতার একটি এসি এক ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে এবং ৮-১০ ঘণ্টা বা ১২ ঘণ্টা একটানা চালালে জন্য কত বিল আসবে?
advertisement
*প্রবল গরমে যেমন এসি স্বস্তি দেয় তেমনই বিদ্যুৎ বিল চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মধ্যবিত্তের। যদি আপনার ঘরে ১.৫ টন ক্ষমতার এসি থাকে তাহলে প্রতিদিন কয়েক ঘণ্টা চালালেই মাসের শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা। কিন্তু ঠিক কতটা বেশি আসবে বিদ্যুৎ বিল? দেড় টন এসি প্রতি ঘণ্টা চালালে কত বিল আসতে পারে দিনে? দিনে ৮-১০ ঘণ্টা বা মাস জুড়ে চালালে কত বিদ্যুৎ বিল খরচ হতে পারে? সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*আপনি যদি দেড় টন এসি দিনে ৬ ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার মাসে ৪০৫ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। যার জন্য মাসে মোটামুটি আপনাকে ২৮৩৫- ৩২৫০ টাকা বিদ্যুৎ বিল দিতে হতে পারে। রোজ ৮ ঘণ্টা চালালে মাসে ৫৪০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যার জন্য আপনাকে ৩,৭৮০-৪২০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হতে পারে। প্রতিদিন দেড় টনের এসি ১০ ঘণ্টা চালালে ৬৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যার জন্য আপনাকে ৪,৭২৫-৫০০০ টাকা বিল দিতে হতে পারে। আর প্রতিদিন ১২ ঘণ্টা এসি চালালে মাসে ৮১০ ইউনিট বিদ্যুৎ খরচ হয় যার জেরে আপনাকে ৫,৬৭০টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
*বিদ্যুৎ খরচ বাঁচাতে ইনভার্টার এসি বেছে নিন, এটি সাধারণ এসির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। নিয়মিত সার্ভিসিং করান, ফিল্টার পরিষ্কার রাখলে এসি কম শক্তিতে বেশি ভাল কাজ করতে পারে। উপযুক্ত তাপমাত্রা বজায় রাখুন। ২৩-২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে আরামদায়ক ঠান্ডা পাওয়া যায়। এসি চালানো ঘরে ওভেন বা গিজারের মতো যন্ত্র রাখবেন না। সংগৃহীত ছবি।
advertisement
*এসি গরমে মানুষকে আরাম দেয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী এক ঘণ্টা এসি ব্যবহার করলে কতটুকু বিদ্যুৎ খরচ হবে! গরমের দিনে নিজেকে ঠান্ডা রাখতে এসির উপর নির্ভর করতে হয়। কিন্তু এসি চালানো শুরু করার সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিলও দ্রুত বাড়তে শুরু করে। এই জন্য অনেকেই এসি ইনস্টল করলেও খরচ বাঁচাতে দিনে মাত্র কয়েক ঘণ্টা এসি চালান। সংগৃহীত ছবি।
advertisement
*যদি প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা এসি চালান, তাহলে বিল কতটুকু আসতে পারে? আপনার যদি ১.৫ টনের এসি থাকে, তবে এটি সাধারণত ১ ঘণ্টা চালালে ২.২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। আপনি যদি প্রতিদিন ১০ ঘণ্টা এসি চালান, তবে এটি প্রতিদিন প্রায় ২২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করবে। এটি এক মাসে অর্থাৎ ৩০ দিনে প্রায় ৬৭৫ ইউনিট ব্যবহার করবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*আপনি যদি প্রতিদিন ৬ ঘণ্টা এসি চালান, তাহলে এক মাসে ৪০৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এতে বিল হবে প্রায় ২৮৩৫ টাকা। আপনি যদি ৫৪০ ইউনিট ব্যবহার করেন, তবে প্রায় ৩৭৮০ টাকার বিল এবং আপনি যদি প্রতিদিন ১২ ঘণ্টা এসি চালান, তবে ৮১০ ইউনিট ব্যবহার করা হবে, যা আপনার বিলকে প্রায় ৫৬৭০ টাকায় নিয়ে যাবে। সংগৃহীত ছবি।
advertisement