Smallest Two wheeler: পৃথিবীর সবচেয়ে ছোট স্কুটি নিয়ে এল হোন্ডা! যেমন রেঞ্জ তেমন গতি! হাতে বয়েও নিয়ে যেতে পারবেন

Last Updated:
Smallest scooter: যদি এমন হত, যে দু'চাকা বয়ে নিয়ে যাওয়া যেত অনেক দূরে, তা হলে কেমন হত বলুন তো? তা হলে অনেক জায়গায় যাওয়া আরও সহজ হয়ে যেত। এরকমই একটা দুচাকা আনল হোন্ডা।
1/6
যে কোনও জায়গায় দ্রুত যাওয়ার জন্য দু’চাকার বিকল্প নেই। কিন্তু অনেক সময় দরকার থাকলেও দু’চাকা নিয়ে দূরে যাওয়া যায় না। নির্ভর করতে হয় বাস বা ট্রেনের উপর। (Image: Honda)
যে কোনও জায়গায় দ্রুত যাওয়ার জন্য দু’চাকার বিকল্প নেই। কিন্তু অনেক সময় দরকার থাকলেও দু’চাকা নিয়ে দূরে যাওয়া যায় না। নির্ভর করতে হয় বাস বা ট্রেনের উপর। (Image: Honda)
advertisement
2/6
যদি এমন হত, যে দুচাকা বয়ে নিয়ে যাওয়া যেত অনেক দূরে, তা হলে কেমন হত বলুন তো? তা হলে অনেক জায়গায় যাওয়া আরও সহজ হয়ে যেত। এরকমই একটা দুচাকা আনল হোন্ডা। (Image: Facebook)
যদি এমন হত, যে দুচাকা বয়ে নিয়ে যাওয়া যেত অনেক দূরে, তা হলে কেমন হত বলুন তো? তা হলে অনেক জায়গায় যাওয়া আরও সহজ হয়ে যেত। এরকমই একটা দুচাকা আনল হোন্ডা। (Image: Facebook)
advertisement
3/6
গাড়িটির নাম হোন্ডা মোটোকমপ্যাক্টো। একটি চার্জ দিলেই ছুটবে ২০ কিমি। সেই সঙ্গে স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। (Image: Facebook)
গাড়িটির নাম হোন্ডা মোটোকমপ্যাক্টো। একটি চার্জ দিলেই ছুটবে ২০ কিমি। সেই সঙ্গে স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। (Image: Facebook)
advertisement
4/6
সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা। মাত্র ৭ সেকেন্ডে গতি ০ কিমি থেকে ২৫ কিমি উঠতে পারে। গাড়িটি লম্বায় মাত্র আড়াই ফুট। ফোল্ড করে নিলে খুব সহজেই যেখানে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। (Image: Facebook)
সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা। মাত্র ৭ সেকেন্ডে গতি ০ কিমি থেকে ২৫ কিমি উঠতে পারে। গাড়িটি লম্বায় মাত্র আড়াই ফুট। ফোল্ড করে নিলে খুব সহজেই যেখানে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। (Image: Facebook)
advertisement
5/6
অনেকে ভাবছেন এত ছোট গাড়ি বলে হয়তো হালকা স্কুটার হবে, কিন্তু বাস্তবে সেটা নয়। গাড়িটি বেশ মজবুত। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নিতে পারবে। (Image: Facebook)
অনেকে ভাবছেন এত ছোট গাড়ি বলে হয়তো হালকা স্কুটার হবে, কিন্তু বাস্তবে সেটা নয়। গাড়িটি বেশ মজবুত। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নিতে পারবে। (Image: Facebook)
advertisement
6/6
গাড়িতে স্পিডোমিটার এবং ব্রেকও রয়েছে গাড়িটির দাম ৫৫ হাজার টাকা। হোন্ডার যে কোনও জায়গা থেকে এই গাড়ি অর্ডার করা যায়। মোটোকম্প্যাক্টো চালাতে জন্য কোনও লাইসেন্সও লাগবে না। (Image: Facebook)
গাড়িতে স্পিডোমিটার এবং ব্রেকও রয়েছে গাড়িটির দাম ৫৫ হাজার টাকা। হোন্ডার যে কোনও জায়গা থেকে এই গাড়ি অর্ডার করা যায়। মোটোকম্প্যাক্টো চালাতে জন্য কোনও লাইসেন্সও লাগবে না। (Image: Facebook)
advertisement
advertisement
advertisement