Holi Gadgets: ভয়-আতঙ্ক দূর করে মেতে উঠুন হোলির হুল্লোড়ে; শুধু সঙ্গে রাখতে হবে এই ওয়াটারপ্রুফ গ্যাজেটগুলি

Last Updated:
Holi Gadgets: একবার ডিভাইস ভিজে গেলে তা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে হোলির মজাটাও মাটি হয়ে যায়। তবে হোলির আনন্দ যাতে ভরপুর থাকে, তার জন্য বাজারে এসে গিয়েছে ওয়াটারপ্রুফ গ্যাজেট।
1/5
আবির, রঙ আর আনন্দের উৎসব হোলি। কিন্তু আবিরের পাশাপাশি হোলিতে রঙও তো ব্যবহার করা হয়। আর রঙ গোলার জন্য জল ব্যবহার করতেই হয়। এবার রঙে স্নান করার সময় তো আর পকেটে থাকা দামি গ্যাজেটের দিকে কারও খেয়ালই থাকে না। আর একবার ডিভাইস ভিজে গেলে তা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে হোলির মজাটাও মাটি হয়ে যায়। তবে হোলির আনন্দ যাতে ভরপুর থাকে, তার জন্য বাজারে এসে গিয়েছে ওয়াটারপ্রুফ গ্যাজেট। তাহলে হোলির আনন্দে মেতে ওঠার আগে স্প্ল্যাশ প্রুফ স্পিকার থেকে শুরু করে ওয়াটারপ্রুফ ফোন পাউচের মতো একাধিক গ্যাজেট দেখে নেওয়া যাক।
আবির, রঙ আর আনন্দের উৎসব হোলি। কিন্তু আবিরের পাশাপাশি হোলিতে রঙও তো ব্যবহার করা হয়। আর রঙ গোলার জন্য জল ব্যবহার করতেই হয়। এবার রঙে স্নান করার সময় তো আর পকেটে থাকা দামি গ্যাজেটের দিকে কারও খেয়ালই থাকে না। আর একবার ডিভাইস ভিজে গেলে তা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে হোলির মজাটাও মাটি হয়ে যায়। তবে হোলির আনন্দ যাতে ভরপুর থাকে, তার জন্য বাজারে এসে গিয়েছে ওয়াটারপ্রুফ গ্যাজেট। তাহলে হোলির আনন্দে মেতে ওঠার আগে স্প্ল্যাশ প্রুফ স্পিকার থেকে শুরু করে ওয়াটারপ্রুফ ফোন পাউচের মতো একাধিক গ্যাজেট দেখে নেওয়া যাক।
advertisement
2/5
ওয়াটারপ্রুফ ক্যামেরা: হোলির ছবি সত্যিই দারুণ হয়। নানা রঙে রাঙা মুখগুলির হাসি ক্যামেরাবন্দি করার জন্য ওয়াটারপ্রুফ ক্যামেরা নিয়ে রাখা ভাল। GoPro এবং Insta360-র মতো অ্যাকশন ক্যামেরা খুবই ভাল। জল থেকে রঙের সমস্যা অনায়াসে সামাল দিতে পারে। শুধু রেকর্ডে ক্লিক করলেই সমস্ত হইহুল্লোড় ক্যামেরাবন্দি হতে শুরু করবে। আবার ওয়াটারপ্রুফ ডিজিটাল ক্যামেরাও বাজারে রয়েছে। হোলির রঙিন প্রাণবন্ত ছবি তোলার জন্য খুবই ভাল অপশন। আর এই সমস্ত ক্যামেরার জল থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।
ওয়াটারপ্রুফ ক্যামেরা: হোলির ছবি সত্যিই দারুণ হয়। নানা রঙে রাঙা মুখগুলির হাসি ক্যামেরাবন্দি করার জন্য ওয়াটারপ্রুফ ক্যামেরা নিয়ে রাখা ভাল। GoPro এবং Insta360-র মতো অ্যাকশন ক্যামেরা খুবই ভাল। জল থেকে রঙের সমস্যা অনায়াসে সামাল দিতে পারে। শুধু রেকর্ডে ক্লিক করলেই সমস্ত হইহুল্লোড় ক্যামেরাবন্দি হতে শুরু করবে। আবার ওয়াটারপ্রুফ ডিজিটাল ক্যামেরাও বাজারে রয়েছে। হোলির রঙিন প্রাণবন্ত ছবি তোলার জন্য খুবই ভাল অপশন। আর এই সমস্ত ক্যামেরার জল থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।
advertisement
3/5
সেরা ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার: হোলির হুল্লোড় কি গান ছাড়া সম্পূর্ণ থাকে! আর হোলির মেজাজ আনার জন্য ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার তো থাকা মাস্ট! এগুলি এমন ভাবে তৈরি করা, যার জল, ধুলো কিংবা রঙ থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না। Bose এবং Sony-র মতো ব্র্যান্ড এমন ওয়াটারপ্রুফ স্পিকার এনেছে, যা যেখানে খুশি নিয়ে যাওয়া সম্ভব। ব্যাগে করে নিয়ে গিয়ে ফোন কানেক্ট করলেই কেল্লা ফতে! একেবারে জমে উঠবে হোলির আনন্দ।
সেরা ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার: হোলির হুল্লোড় কি গান ছাড়া সম্পূর্ণ থাকে! আর হোলির মেজাজ আনার জন্য ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার তো থাকা মাস্ট! এগুলি এমন ভাবে তৈরি করা, যার জল, ধুলো কিংবা রঙ থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না। Bose এবং Sony-র মতো ব্র্যান্ড এমন ওয়াটারপ্রুফ স্পিকার এনেছে, যা যেখানে খুশি নিয়ে যাওয়া সম্ভব। ব্যাগে করে নিয়ে গিয়ে ফোন কানেক্ট করলেই কেল্লা ফতে! একেবারে জমে উঠবে হোলির আনন্দ।
advertisement
4/5
সেরা ওয়াটারপ্রুফ পার্টি স্পিকার: বাড়িতে কি হোলি পার্টির আয়োজন রয়েছে, তাহলে তো জোরদার গান বাজাতেই হয়! এর জন্য প্রয়োজন একটা শক্তিশালী ওয়াটারপ্রুফ পার্টি স্পিকারের। JBL এবং Sony-র মতো বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এই সমস্ত ব্র্যান্ডের স্পিকারের বেস দারুণ, ব্যাটারি লাইফও ভাল। সেই সঙ্গে রয়েছে এলইডি আলোও। যা উৎসবের মেজাজটাকেই আরও চড়িয়ে দেবে।
সেরা ওয়াটারপ্রুফ পার্টি স্পিকার: বাড়িতে কি হোলি পার্টির আয়োজন রয়েছে, তাহলে তো জোরদার গান বাজাতেই হয়! এর জন্য প্রয়োজন একটা শক্তিশালী ওয়াটারপ্রুফ পার্টি স্পিকারের। JBL এবং Sony-র মতো বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এই সমস্ত ব্র্যান্ডের স্পিকারের বেস দারুণ, ব্যাটারি লাইফও ভাল। সেই সঙ্গে রয়েছে এলইডি আলোও। যা উৎসবের মেজাজটাকেই আরও চড়িয়ে দেবে।
advertisement
5/5
সেরা ওয়াটারপ্রুফ ফোন কেস: হোলিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে স্মার্টফোনের। পকেটে স্মার্টফোন নিয়ে হোলি খেলার সময় যেন একটা ভয়ই কাজ করে যে, জলে ফোন নষ্ট হয়ে যেতে পারে। ফোনকে জল আর রঙের হাত থেকে বাঁচাতে বেছে নেওয়া যেতে পারে ওয়াটারপ্রুফ ফোন কেস। এর ফোন কেসের মধ্যে ভরা থাকলেও অনায়াসে ছবি তোলা, ফোন কল রিসিভ করা এমনকী টেক্সটও করা সম্ভব। এক্ষেত্রে Spigen এবং ESR-এর মতো ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ ফোন কেস ভাল বিকল্প হতে পারে।
সেরা ওয়াটারপ্রুফ ফোন কেস: হোলিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে স্মার্টফোনের। পকেটে স্মার্টফোন নিয়ে হোলি খেলার সময় যেন একটা ভয়ই কাজ করে যে, জলে ফোন নষ্ট হয়ে যেতে পারে। ফোনকে জল আর রঙের হাত থেকে বাঁচাতে বেছে নেওয়া যেতে পারে ওয়াটারপ্রুফ ফোন কেস। এর ফোন কেসের মধ্যে ভরা থাকলেও অনায়াসে ছবি তোলা, ফোন কল রিসিভ করা এমনকী টেক্সটও করা সম্ভব। এক্ষেত্রে Spigen এবং ESR-এর মতো ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ ফোন কেস ভাল বিকল্প হতে পারে।
advertisement
advertisement
advertisement