ট্যাঙ্ক ফুল করলে কি বাইকে মাইলেজ বেশি পাওয়া যায়? আসল কায়দাটা জেনে নিন
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bike mileage increase tips: ট্যাঙ্ক ফুল থাকলে ইঞ্জিনে জ্বালানির চাপ স্থির থাকে। ফলে ইঞ্জিন তার সম্পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে। মাইলেজ বেশি পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কী কী বিষয় খেয়াল রাখা উচিত: ট্যাঙ্ক ফুল থাকলে বাইক তার পারফরম্যান্স ধরে রাখতে পারে। ইঞ্জিন ভাল থাকে। সামগ্রিকভাবে বাইকের সুস্বাস্থ্যের জন্য এটা জরুরি। তবে ট্যাঙ্ক ফুল করা মানে সম্পূর্ণ ভর্তি করা নয়। বিশেষ করে গরম কালে এতে বিপদ হতে পারে। কারণ তাপের কারণে জ্বালানি প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ট্যাঙ্ক ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত ভর্তি করা উচিত। পাশাপাশি নিয়মিত সার্ভিসিং করাতে হবে। এতে বাইকের পারফরম্যান্স এবং মাইলেজ বজায় থাকবে।
