আপনার মোবাইলে নেই তো এই ৩টি জনপ্রিয় অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সব অ্যান্ড্রয়েড অ্যাপে রয়েছে সিকিউরিটি রিস্ক, জানাচ্ছে সমীক্ষা!
advertisement
advertisement
যদি বিশেষ করে এই তিনটি অ্যাপের দিকেই নজর দিতে হয়, তা হলে দেখা যাচ্ছে যে তার মধ্যে প্রধান দু'টিই হল ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপের মাধ্যমে ফোনে ভাইরাস ঢুকতে পারে, ফোনের স্পিড কম হয়ে যায়- এ রকম অনেক ধারণাই প্রচলিত আছে। আশঙ্কা আছে সিকিউরিটি ইস্যু নিয়েও। সে দিক থেকে দেখলে স্যান্ডব্লাস্ট মোবাইলের তরফে সংগঠিত হওয়া এই সমীক্ষা সব আশঙ্কাকেই সত্যি বলে প্রমাণ করছে!
advertisement
advertisement
স্যান্ডব্লাস্ট মোবাইলের এই সমীক্ষা এ ক্ষেত্রে অ্যাপগুলির দুর্বলতার দিকটিতেই আঙুল তুলেছে। তাদের দাবি- এই অ্যাপগুলোর বেশির ভাগই Google Play Core Library-র একটা খুব দুর্বল ভার্সন ব্যবহার করে থাকে। ফলে কোনও অ্যাটাকার যদি ইউজারের ব্যক্তিগত তথ্য জানতে চায়, তার পক্ষে কোড একজিকিউশন (Code Execution) করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠবে না!
advertisement
advertisement