Google Pay: পার্টির পরে বন্ধুরা খরচের টাকার সমান ভাগ দিতে ভুলে যায়? আদায় করার সহজ উপায় জানুন! অবাক হবেন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Google Pay: স্মার্টফোন আজকাল আছে প্রায় সবারই কাছে। আর সেখানেই আছে সত্যি বা মিথ্যে ভুলো মনের বন্ধুর কাছ থেকে টাকা উসুল করার কায়দা। জেনে নিলে ফায়দা বই লোকসান নেই।
আমাদের সবার বন্ধুদের গ্রুপে এমনও অনেকেই আছেন, যাঁরা বড় ভুলো মনের মানুষ। হয় তাঁরা সত্যি সত্যিই প্রতিবারেই পয়সা দিতে ভুলে যান বা ইচ্ছা করেই ভুলে যাওয়ার ভান করেন। এক্ষেত্রে সমস্যা হয় তিন রকমের- টাকার বোঝা নির্দিষ্ট একজনের ঘাড়েই এসে পড়ে সব সময়ে, পরে টাকাটা চেয়ে নিতে ভদ্রতায় বাধে এবং একসময়ে বন্ধুত্বটাও নষ্ট হয়।photo source collected
advertisement
advertisement
এর জন্য সবার আগে অভ্যস্ত হতে হবে অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহারে। বাজারে এর ছড়াছড়ি- Google Pay, PhonePe হোক বা Paytm- কিছু না কিছু প্রায় সবাই ব্যবহার করে থাকেন আজকাল। আর এই ধরনের অনলাইন পেমেন্ট অ্যাপেই আছে বিল স্প্লিটিং অপশন, যা খরচের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়ার সুবিধা দেয়। এক্ষেত্রে কী করতে হবে, তা জেনে নেওয়া যাক Google Pay ধরে।photo source collected
advertisement
advertisement
গ্রুপ তৈরি হয়ে গেলে একেবারে নিচে গিয়ে Split Expense অপশন খুঁজে তা সিলেক্ট করতে হবে। এবারে কত বিল হয়েছে, সেটা লিখতে হবে। সঙ্গে সঙ্গে আপনাআপনি স্ক্রিনে প্রত্যেককে কত করে টাকা দিতে হবে, তা ফুটে উঠবে। আর কী, এবার Send Request-এ ক্লিক করলেই কাজ শেষ, সবার কাছে কত করে দিতে হবে সেই রিকোয়েস্ট চলে যাবে।photo source collected









