

বছর জুড়ে ভুগিয়েছে করোনা (Coronavirus)। দীর্ঘ লকডাউনে কয়েক মাস ধরে গৃহবন্দী ছিল মানুষ। লকডাউন উঠেছে, কিন্তু এখনও তাড়া করে বেড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে স্কুল থেকে অফিস, এমনকি বন্ধুদের আড্ডার অন্যতম জায়গা হয়ে উঠেছে ভিডিও অ্যাপ প্ল্যাটফর্মগুলি। সেই সূত্র ধরে পুরো বছর জুড়ে এক ট্রিলিয়ন মিনিটের বেশি ভিডিও কল সম্পন্ন হয়েছে Google Meet ও Duo-তে। সম্প্রতি এক ঘোষণায় এমনই জানানো হল Google-এর তরফে। এর পাশাপাশি মানুষজনের কাছে আরও সহজলভ্য হয়ে উঠতে ও উন্নতমানের নানা পরিষেবা পৌঁছে দিতে গত ১১ মাস ধরে নানা ফিচারও যুক্ত হয়েছে এই ভিডিও অ্যাপ দুটিতে। আসুন জেনে নেওয়া যাক বিশদে!


সম্প্রতি একটি ব্লগ পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে Google। পুরো বছর জুড়ে Meet ও Duo-তে যা যা আপডেট এসেছে, তারও একটি বিবরণ দিয়েছে। এ ক্ষেত্রে Google Meet-এ বিস্তর পরিবর্তন আনা হয়েছে। করোনা সংক্রমণের প্রথমের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সংশ্লিষ্ট ভিডিও অ্যাপটিতে Zoom-এর মতো একটি গ্যালারি ভিউ নিয়ে আসে Google। যেখানে ৪৯ জন পর্যন্ত অংশগ্রহণকারীকে দেখার সুযোগ রয়েছে। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড ব্লার, নয়েজ ক্যানসেলেশন, লো লাইট মোড প্লাস, লাইভ ক্যাপশন একাধিক ফিচার আনা হয়।


এগুলির পাশাপাশি Gmail-এর সঙ্গে যুক্ত করা হয়েছে Meet-কে। এটি নেস্ট হাব ম্যাক্স (Nest Hub Max) ও ক্রোমকাস্টের (Chromecast) সাহায্যেও চালানো যায়। পরের দিকে ব্রেকআউট রুমস (Breakout Rooms) ফিচার নিয়ে আসে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। এ ক্ষেত্রে একটি ভিডিও মিটিংকে দু'টি ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া যায়।


একই ভাবে Google Duo-তে একাধিক ফিচার আনা হয়েছে। ডুডল অন ভিডিয়ো (Doodle On Video Calls) থেকে শুরু করে নানা ধরনের AR ফিল্টার যুক্ত করা হয়েছে ভিডিও কলে। এপ্রিল মাসে এই ভিডিও কলিং অ্যাপে মোমেন্টস (Moments) নামে একটি ফিচার সংযুক্ত করা হয়। এই মোমেন্টসের সাহায্যে ভিডিও কল চলাকালীন ছবি নেওয়ার সুবিধা পাওয়া যায়।


গোটা বছর জুড়ে আরও বেশ কয়েকটি ফিচার লঞ্চ করেছে Duo। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সনে ক্ষেত্রে ৩২ জন পর্যন্ত ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। একই সুবিধা রয়েছে ডেস্কটপ কলিংয়েও। সর্বোপরি ভিডিও কলিং ও অডিওর মান উন্নত করতে একটি নতুন ভিডিও কোডেক টেকনোলজি (Video Codec Technology) যুক্ত করা হয়েছে অ্যাপের সঙ্গে।


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ব্যবহারকারীদের কাছে ভিডিও কল আরও সহজ ও কার্যকরী করে তুলতে একাধিক ফিচার নিয়ে হাজির হয়েছে Google Duo ও Meet-এর প্রতিযোগী Zoom। বছর জুড়ে Zoom ভিডিও কলেও পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ- সমস্ত কিছুই ব্যাপকমাত্রায় হয়েছে। বলা বাহুল্য, প্রথমের দিকে ফ্রি ইউজারদের জন্য ৪০ মিনিট পর্যন্ত ভিডিও কলের সুবিধা ছিল Zoom অ্যাপে।