Google Maps তো ব্যবহার করছেন, কিন্তু নেভিগেশনের খেলায় আরও উন্নতি করতে জেনে রাখুন এই সমস্ত হ্যাক
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
নিজের জন্য পার্কিং স্পট সেভ করা থেকে শুরু করে খাবার অর্ডার করা - যে কোনও সময়ে মুশকিল আসান করতে পারে Google Maps। তবে অবশ্যই আলাদা আলাদা উপায়ে।
নেভিগেশন বা কোথাও যাওয়ার ক্ষেত্রে বহু মানুষের ভরসার জায়গা হয়ে ওঠে Google Maps। যদিও এটি সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে অন্যতম, তবে বেশিরভাগ মানুষই এর সমস্ত ফিচার সম্পর্কে ওয়াকিবহাল নন। নিজের জন্য পার্কিং স্পট সেভ করা থেকে শুরু করে খাবার অর্ডার করা - যে কোনও সময়ে মুশকিল আসান করতে পারে Google Maps। তবে অবশ্যই আলাদা আলাদা উপায়ে।
advertisement
Offline maps: যদি যাতায়াকারী ইন্টারনেট ছাড়াই কোথাও আটকে পড়েন, সেক্ষেত্রে Google Maps-এর এই ফিচারটি মুশকিল আসান করতে পারে। এই ফিচারটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ম্যাপ সহজেই অ্যাক্সেসযোগ্য হয়। একটি লোকেশন ডাউনলোড করার জন্য প্রথমে তা Maps-এ সার্চ করতে হয়। নেভিগেশন বারের একেবারে শেষে গিয়ে তিনটি হরাইজন্টাল ডটে থাকা More-এ ক্লিক করতে হবে। এরপর Download offline map-এ ক্লিক করতে হবে। গোটা এলাকার ম্যাপও এই ভাবে ডাউনলোড করা যেতে পারে। ডাউনলোড করা ম্যাপ অ্যাক্সেস করতে উপরের ডান দিকে নিজের অবতারে ট্যাপ করে Offline maps ওপেন করতে হবে।
advertisement
Translate locations: নতুন কোনও জায়গায় গেলে সেই জায়গার নাম এবং ঠিকানা বোঝাটা ভাষার কারণে সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়। Google Maps-এ এর জন্য রয়েছে একটি Translate ফিচার। এর জন্য ব্যবহারকারীকে ম্যাপে জায়গাটি ওপেন করতে হবে। এরপর এর নাম অথবা ঠিকানা খুললে একটি স্পিকার আইকন চলে আসবে। তা ট্যাপ করলে সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটি অনুবাদ করা হয়ে যাবে। স্থানীয় ডায়ালেক্ট এবং নিজের পছন্দসই ভাষায় এটি শোনার বিকল্প মিলবে।
advertisement
Save parking: নিজের গাড়ি পার্কিং করার জন্য Google Maps-এ ব্যবহারকারীরা পেয়ে যেতে পারেন পার্কিং স্পট save করার ফিচার। একবার পার্কিং করা হলে গেলে নিজের লোকেশনের উপর ট্যাপ করতে হবে। ম্যাপে এটি সাধারণত নীল ডট হিসেবে ভেসে উঠবে। এবার নেভিগেশন বারে P আইকনে ক্লিক করতে হবে। ম্যাপে এটি লোকেশন সেভ করে রাখবে।
advertisement
Add stops: বন্ধুদের সঙ্গে কোথাও বেরোলে তাঁদের একে একে বাড়িতে নামিয়ে দেওয়ার দায়িত্ব নিলে এই ফিচারটি সহায়ক হতে পারে। একই রুটের প্রতিটি লোকেশন এন্টার করতে হবে। আর তা নিজের প্রয়োজন অনুযায়ী রিঅর্ডার করতে হবে। প্রথমে এক জায়গা থেকে অন্য জায়গার রুট এন্টার করতে হবে। উপরের ডান দিকে তিনটি ভার্টিক্যাল ডট থেকে Edit stops অপশন বেছে নিতে হবে। এর মাধ্যমে একে একে স্টপ অ্যাড করতে পারবেন ব্যবহারকারী।
advertisement
advertisement
Order food: খিদে পেলে বা কোথাও গিয়ে খাওয়ার ইচ্ছা হলে Google Maps-এ খাবারের জায়গার সন্ধান করা যাবে। এমনকী সেখানে খাবার অর্ডারও করা সম্ভব। এর জন্য প্রথমে Google Maps-এ জায়গা খুঁজতে গবে। হরাইজন্টাল লাইন স্ক্রোল করলে মেন্যু ওপেন করতে হবে। সেখানে মিলবে একটি অপশন - Place an order। ডেলিভারি অপশনে ট্যাপ করে নিজের পছন্দসই বিকল্প বেছে নেওয়া যাবে।
advertisement