বাড়ির বাড়ির কাজ থেকে বেড়াতে যাওয়া! Google Lens-এই মুশকিল আসান, সঠিক ব‍্যবহার জানেন তো?

Last Updated:
এই বিশেষ ফিচারটি খুব সহজে ভাষান্তর করে দিতে পারে। কোনও অচেনা জায়গায় বেড়াতে গেলে এটি কাজে লাগতে পারে।
1/8
Google-এর একটি অসাধারণ ফিচার হল Google Lens। নানা ভাবে এই ফিচারকে কাজে লাগানো যায়। শুধু মাত্র ক্যামেরার লেন্স ব্যবহার করে হাজার সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। তাও খুব সহজে। সব থেকে বড় বিষয় হল, অচেনা অজানা কোনও স্থানে বেড়াতে গেলে এটি খুবই কাজে আসতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যবহার জানেন না। দেখে নেওয়া যাক ঠিক কী কী কাজ করতে পারে এই ফিচারটি।
Google-এর একটি অসাধারণ ফিচার হল Google Lens। নানা ভাবে এই ফিচারকে কাজে লাগানো যায়। শুধু মাত্র ক্যামেরার লেন্স ব্যবহার করে হাজার সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। তাও খুব সহজে। সব থেকে বড় বিষয় হল, অচেনা অজানা কোনও স্থানে বেড়াতে গেলে এটি খুবই কাজে আসতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যবহার জানেন না। দেখে নেওয়া যাক ঠিক কী কী কাজ করতে পারে এই ফিচারটি।
advertisement
2/8
১. বাড়ির কাজ—পড়াশোনা হোক বা অন্য কোনও কাজ—Google lens-এ একটি ছবি তুললে সেটি ধাপে ধাপে সমাধান করে দিতে পারে। চাইলে নিজের পছন্দের ভাষাও বেছে নেওয়া যেতে পারে।
১. বাড়ির কাজ—পড়াশোনা হোক বা অন্য কোনও কাজ—Google lens-এ একটি ছবি তুললে সেটি ধাপে ধাপে সমাধান করে দিতে পারে। চাইলে নিজের পছন্দের ভাষাও বেছে নেওয়া যেতে পারে।
advertisement
3/8
২. অনুবাদ—এই বিশেষ ফিচারটি খুব সহজে ভাষান্তর করে দিতে পারে। কোনও অচেনা জায়গায় বেড়াতে গেলে এটি কাজে লাগতে পারে। পোস্টার ব্যানার বা স্টেশনের নামও পড়তে না পারলে সাহায্য করবে এই ফিচার। শুধু ক্যামেরা অন করে লেখার দিকে তাক করতে হবে। তাহলেই অনুবাদ করে Google জানিয়ে দেবে কী লেখা রয়েছে।
২. অনুবাদ—এই বিশেষ ফিচারটি খুব সহজে ভাষান্তর করে দিতে পারে। কোনও অচেনা জায়গায় বেড়াতে গেলে এটি কাজে লাগতে পারে। পোস্টার ব্যানার বা স্টেশনের নামও পড়তে না পারলে সাহায্য করবে এই ফিচার। শুধু ক্যামেরা অন করে লেখার দিকে তাক করতে হবে। তাহলেই অনুবাদ করে Google জানিয়ে দেবে কী লেখা রয়েছে।
advertisement
4/8
৩. ত্বক পরীক্ষা—Google lens ত্বকের অবস্থাও পরীক্ষা করতে পারে। ফলে স্বাস্থ্যের বিষয়টি বোঝা প্রাথমিক ভাবে সহজ হয়।
৩. ত্বক পরীক্ষা—Google lens ত্বকের অবস্থাও পরীক্ষা করতে পারে। ফলে স্বাস্থ্যের বিষয়টি বোঝা প্রাথমিক ভাবে সহজ হয়।
advertisement
5/8
৪. খাবার পদের সনাক্তকরণ—আশপাশের কোন রেস্তোরাঁয় মনের মতো পদটি পাওয়া যাবে তাও জানান দিতে পারে এই ফিচার।
৪. খাবার পদের সনাক্তকরণ—আশপাশের কোন রেস্তোরাঁয় মনের মতো পদটি পাওয়া যাবে তাও জানান দিতে পারে এই ফিচার।
advertisement
6/8
৫. কৃত্রিম মেধা—Google lens-এর সঙ্গে এখন Bard-এর সংযুক্তি ঘটছে। ফলে দৃশ্য বিষয়বস্তু আরও ভালভাবে যাচাই করতে সাহায্য করবে কৃত্রিম মেধা।
৫. কৃত্রিম মেধা—Google lens-এর সঙ্গে এখন Bard-এর সংযুক্তি ঘটছে। ফলে দৃশ্য বিষয়বস্তু আরও ভালভাবে যাচাই করতে সাহায্য করবে কৃত্রিম মেধা।
advertisement
7/8
৬. অনলাইন কেনাকাটা—পছন্দের সামগ্রীর একটি স্ক্রিনশট নিয়ে Google Lens-এ শেয়ার করলেই ওই পণ্যের যাবতীয় তালিকা বেরিয়ে আসবে অপশনে।
৬. অনলাইন কেনাকাটা—পছন্দের সামগ্রীর একটি স্ক্রিনশট নিয়ে Google Lens-এ শেয়ার করলেই ওই পণ্যের যাবতীয় তালিকা বেরিয়ে আসবে অপশনে।
advertisement
8/8
৭. প্রকৃতিকে চেনা—আমরা আমাদের আশপাশের অনেক গাছপালা, প্রাণীকেই চিনি না। বিশেষত পাখি নিয়ে আমাদের উৎসাহ রয়েছে। Google lens-এ তার ছবি দিলেই পরিচয় পাওয়া যেতে পারে।
৭. প্রকৃতিকে চেনা—আমরা আমাদের আশপাশের অনেক গাছপালা, প্রাণীকেই চিনি না। বিশেষত পাখি নিয়ে আমাদের উৎসাহ রয়েছে। Google lens-এ তার ছবি দিলেই পরিচয় পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement