Gmail-এ এই সমস্ত মেসেজ রয়েছে? সাবধান! হ্যাকারদের নিশানায় ৩০০ কোটি অ্যাকাউন্ট! আপনি সুরক্ষিত?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Gmail-এর তথ্য চুরির নতুন ফাঁদ, সতর্ক করে যা বলছে গুগল! এবার জিমেলের হুবহু বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা
সম্প্রতি একটি বড়সড় জালিয়াতি বা স্ক্যামের বিষয়ে সতর্ক করল Gmail। আসলে যেভাবে ব্যবহারকারীদের হ্যাক করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে ভীষণই উদ্বিগ্ন Google। ব্যবহারকারীদের তথ্য চুরি করার নিয়েও উদ্বেগের শেষ নেই! আসলে কোটি কোটি মানুষ মেলের এই ক্লায়েন্ট ব্যবহার করছেন। তাই বড়সড় কিছু সিকিউরিটি আপডেটও আনা হয়েছে।
advertisement
advertisement
কী করছে হ্যাকাররা? Google বলছে যে, ক্রিটিক্যাল ম্যালওয়্যার ক্যাম্পেন ক্রমশ উর্ধ্বমুখী। ব্যবহারকারীদের সঙ্গে জালিয়াতি করার জন্য এটাকেই হাতিয়ার বানাচ্ছে হ্যাকাররা। এমনকী ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্য ভাগ করে নিতে বাধ্য করছে। নিক জনসন নামে এক ব্যবহারকারী এক্স হ্যান্ডলে একটি ভয়ঙ্কর পোস্ট করার পর এই সতর্কবার্তা এসেছে।
advertisement
তাঁর দাবি, তিনি Google-এর কাছ থেকে একটি মেল পেয়েছিলেন। যেটি দেখে অফিসিয়ালই মনে হবে। আর মেল অ্যাড্রেস দেখেও মানুষের মনে সন্দেহ জাগবে না। যদিও মেলে যা লেখা ছিল, তা রীতিমতো ভয় ধরানোর মতোই। জনসনের বক্তব্য, আসলে তাঁর গুগল অ্যাকাউন্ট ডেটার জন্যই সমন জারি করে পাঠানো হয়েছিল মেল। এমনকী তাতে Google-এর মতোই একটি সাপোর্ট পেজের লিঙ্ক দেওয়া ছিল। অথচ ওই লিঙ্কটি ছিল আসলে একটি ফিশিং সাইটের। যেখানে হ্যাকাররা ব্যবহারকারীকে নিজেদের তথ্য ভাগ করে নিতে বাধ্য করবে।
advertisement
কীভাবে শনাক্ত করা যাবে এহেন অফিসিয়াল ধরনের মেল? জনসন যখন মেলটির মার্জিত ভাবের কথা বলেন, তখনই উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠবে। একটি ইমেল যখন ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছয়, তখন সেটিকে Google-এর কড়া পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করতে হয়। এই ধরনের মেল, যেখানে সমনের বিষয় অন্তর্ভুক্ত, সেগুলি কিন্তু Google-এর মাধ্যমে আসে না। তাই এই ধরনের মেলের মধ্যে থাকা লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে সতর্ক থাকা আবশ্যক। ইমেল যতই বৈধ দেখতে লাগুক না কেন, লিঙ্কে ক্লিক করা চলবে না।
advertisement