Gmail Tips: অফিস আর ব্যক্তিগত ই-মেল আলাদা অ্যাপে নয়! Gmail-এ একাধিক অ্যাকাউন্ট যোগ করার সবচেয়ে সহজ উপায়
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Gmail Tips: গুগল অ্যান্ড্রয়েড, আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের পাঁচটি পর্যন্ত স্বতন্ত্র ই-মেল ঠিকানা একীভূত করার অনুমতি দেয়, যার মধ্যে আউটলুক, আইক্লাউড এবং ইয়াহুর মতো নন-গুগল পরিষেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
advertisement
যাঁরা সেকেন্ডারি গুগল অ্যাড্রেস অথবা কোন প্রধান থার্ড-পার্টি প্রোভাইডার যোগ করতে চান, তাঁদের জন্য প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হয়েছে। একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যোগ করতে:-Gmail অ্যাপটি খুলতে হবে এবং উপরের ডানদিকের সার্চ বারে নিজের প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে।- Add another account বেছে নিতে হবে।- এবার নিজের প্রোভাইডার বেছে নিতে হবে। জিমেল অ্যাড্রেসের জন্য গুগল নির্বাচন করতে হবে, অথবা স্বয়ংক্রিয় সেটআপের জন্য তালিকা থেকে (আউটলুক, আইক্লাউড, ইয়াহু) অন্য প্রোভাইডার বেছে নিতে হবে।- পরের ধাপে প্রম্পটগুলি অনুসরণ করে সাইন-ইন সম্পূর্ণ করতে হবে। ২-স্টেপ ভেরিফিকেশন এনেবল আছে এমন ইউজারদের তাঁদের পরিচয় যাচাইয়ের জন্য অনুরোধ করা হবে।
advertisement
advertisement
advertisement
advertisement







