Knowledge Story: চিপসেট বনাম প্রসেসর, এই দুইয়ের ফারাক জানেন না ৯০ শতাংশ মানুষই, এবার আপনার পালা...

Last Updated:
GK Story: চিপসেট ও প্রসেসর দুটি আলাদা জিনিস, যাদের কার্যকারিতা ভিন্ন। প্রসেসর (CPU) হল ডিভাইসের মস্তিষ্ক, যা চিপের একটি অংশ। সব চিপ প্রসেসর নয়, কিন্তু প্রসেসর চিপের উপরই থাকে।
1/7
মোবাইল কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার আগে এগুলির চিপসেট এবং প্রসেসরের ক্ষমতা দেখে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু বেশিরভাগ মানুষ এক্ষেত্রে একটাই ভুল করে বসেন। আর সেটা হল - তাঁরা মনে করেন যে, চিপসেট আর প্রসেসর একই জিনিস। আর এই ভুল ধারণার জেরে শুধুমাত্র প্রসেসর অথবা চিপসেট - যে কোনও একটির কথা মাথায় রেখেই ডিভাইস কিনে ফেলেন তাঁরা।
মোবাইল কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপ কেনার আগে এগুলির চিপসেট এবং প্রসেসরের ক্ষমতা দেখে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু বেশিরভাগ মানুষ এক্ষেত্রে একটাই ভুল করে বসেন। আর সেটা হল - তাঁরা মনে করেন যে, চিপসেট আর প্রসেসর একই জিনিস। আর এই ভুল ধারণার জেরে শুধুমাত্র প্রসেসর অথবা চিপসেট - যে কোনও একটির কথা মাথায় রেখেই ডিভাইস কিনে ফেলেন তাঁরা।
advertisement
2/7
কিন্তু আসলে একটি ডিভাইসের ক্ষেত্রে এই দুটি আলাদা আলাদা অংশ। কারণ দুটোর কার্যকারিতাই ভিন্ন। তাই এ নিয়ে যদি কোনও রকম বিভ্রান্তি থাকে, তাহলে বিষয়টি সবিস্তারে বুঝিয়েই বলা যাক। প্রসেসর আর চিপসেটের পার্থক্য এবং এর ব্যবহার সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
কিন্তু আসলে একটি ডিভাইসের ক্ষেত্রে এই দুটি আলাদা আলাদা অংশ। কারণ দুটোর কার্যকারিতাই ভিন্ন। তাই এ নিয়ে যদি কোনও রকম বিভ্রান্তি থাকে, তাহলে বিষয়টি সবিস্তারে বুঝিয়েই বলা যাক। প্রসেসর আর চিপসেটের পার্থক্য এবং এর ব্যবহার সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/7
উভয়ের ফারাক: কম্পিউটার এবং যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের গুরুত্বপূর্ণ অংশ হল চিপ এবং প্রসেসর দুটোই। কিন্তু উভয়ের মধ্যে কিছু ফারাক রয়েছে।
উভয়ের ফারাক: কম্পিউটার এবং যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের গুরুত্বপূর্ণ অংশ হল চিপ এবং প্রসেসর দুটোই। কিন্তু উভয়ের মধ্যে কিছু ফারাক রয়েছে।
advertisement
4/7
চিপসেট: চিপ আসলে ছোট্ট একটি ইলেকট্রনিক সার্কিট। যা সিলিকনের তৈরি হয়। এটিকে মাইক্রোচিপও বলা হয়। একটি চিপে থাকে অজস্র ছোট ছোট ট্রানসিস্টর। যা ডেটা প্রসেস এবং স্টোর করে। মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মতো বহু ডিভাইসেই চিপ ব্যবহার করা হয়ে থাকে।
চিপসেট: চিপ আসলে ছোট্ট একটি ইলেকট্রনিক সার্কিট। যা সিলিকনের তৈরি হয়। এটিকে মাইক্রোচিপও বলা হয়। একটি চিপে থাকে অজস্র ছোট ছোট ট্রানসিস্টর। যা ডেটা প্রসেস এবং স্টোর করে। মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মতো বহু ডিভাইসেই চিপ ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
5/7
প্রসেসর: প্রসেসর-এর আর এক নাম হল CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)। এটিকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলে গণ্য করা হয়। এটি কম্পিউটারের সকল ফাংশনকে নিয়ন্ত্রণ করে এবং নির্দেশাবলীকে প্রসেস করে। আর চিপের মধ্যেই থাকে প্রসেসরটি। অর্থাৎ এটি চিপেরই একটি অংশ। প্রসেসরের স্পিড বা গতি এবং ক্ষমতা কম্পিউটারের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে সাহায্য় করে। সহজ ভাবে বলতে গেলে চিপ একটি বড় টার্ম, যা অনেক ধরনের ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। অন্য দিকে প্রসেসর হল - একটি বিশেষ ধরনের চিপ, যা কম্পিউটারের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
প্রসেসর: প্রসেসর-এর আর এক নাম হল CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)। এটিকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলে গণ্য করা হয়। এটি কম্পিউটারের সকল ফাংশনকে নিয়ন্ত্রণ করে এবং নির্দেশাবলীকে প্রসেস করে। আর চিপের মধ্যেই থাকে প্রসেসরটি। অর্থাৎ এটি চিপেরই একটি অংশ। প্রসেসরের স্পিড বা গতি এবং ক্ষমতা কম্পিউটারের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে সাহায্য় করে। সহজ ভাবে বলতে গেলে চিপ একটি বড় টার্ম, যা অনেক ধরনের ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। অন্য দিকে প্রসেসর হল - একটি বিশেষ ধরনের চিপ, যা কম্পিউটারের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
advertisement
6/7
সরল ভাবে বলা যেতে পারে যে, যে কোনও ইন্টিগ্রেটেড সার্কিট (IC)-র সাধারণ নাম হল চিপ। যা একটি অর্ধপরিবাহী উপাদানের উপর খোদাই করা থাকে। সেই সঙ্গে এর মধ্যে মেমরি বা লজিক ব্লকের মতো বেশ কয়েকটি কম্পোনেন্টও থাকে। অন্য দিকে প্রসেসর বা CPU হল বিশেষ ধরনের চিপ, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
সরল ভাবে বলা যেতে পারে যে, যে কোনও ইন্টিগ্রেটেড সার্কিট (IC)-র সাধারণ নাম হল চিপ। যা একটি অর্ধপরিবাহী উপাদানের উপর খোদাই করা থাকে। সেই সঙ্গে এর মধ্যে মেমরি বা লজিক ব্লকের মতো বেশ কয়েকটি কম্পোনেন্টও থাকে। অন্য দিকে প্রসেসর বা CPU হল বিশেষ ধরনের চিপ, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
advertisement
7/7
এর পাশাপাশি ক্যালকুলেশন, লজিক এবং কন্ট্রোলের কাজ করে। সেই কারণে প্রসেসর হল এমন একটি কম্পোনেন্ট, যা চিপে পাওয়া যায়। কিন্তু সব চিপ আবার প্রসেসর নয়। চিপও কিন্তু মেমোরি, সেন্সর অথবা অন্যান্য ইলেকট্রনিক কাজ করতে পারে। অর্থাৎ, প্রসেসর চিপের উপর থাকে। কিন্তু সব চিপের উপর থাকে না। তবে এটি চিপের একটি অংশ হতে পারে।
এর পাশাপাশি ক্যালকুলেশন, লজিক এবং কন্ট্রোলের কাজ করে। সেই কারণে প্রসেসর হল এমন একটি কম্পোনেন্ট, যা চিপে পাওয়া যায়। কিন্তু সব চিপ আবার প্রসেসর নয়। চিপও কিন্তু মেমোরি, সেন্সর অথবা অন্যান্য ইলেকট্রনিক কাজ করতে পারে। অর্থাৎ, প্রসেসর চিপের উপর থাকে। কিন্তু সব চিপের উপর থাকে না। তবে এটি চিপের একটি অংশ হতে পারে।
advertisement
advertisement
advertisement