বাজারে এসে গেল Galaxy S25! Samsung-এর ঝকঝকে স্মার্টফোন দেখলেই কিনতে ইচ্ছে করবে! জেনে নিন দাম

Last Updated:
আসলে আরও একটি ঘোষণার টিজার এসেছিল সংস্থার তরফে। দেখানো হয়েছিল যে, আত্মপ্রকাশের জন্য প্রস্তুত নতুন সুপার থিন Galaxy S 25 Edge।
1/8
এর আগে Galaxy S25 লঞ্চের অনুষ্ঠানে যেন এক রহস্যের ইঙ্গিত দিয়েছিল Samsung। এবার সেই রহস্য থেকেই পর্দা উন্মোচনের পালা। আসলে আরও একটি ঘোষণার টিজার এসেছিল সংস্থার তরফে। দেখানো হয়েছিল যে, আত্মপ্রকাশের জন্য প্রস্তুত নতুন সুপার থিন Galaxy S 25 Edge।
এর আগে Galaxy S25 লঞ্চের অনুষ্ঠানে যেন এক রহস্যের ইঙ্গিত দিয়েছিল Samsung। এবার সেই রহস্য থেকেই পর্দা উন্মোচনের পালা। আসলে আরও একটি ঘোষণার টিজার এসেছিল সংস্থার তরফে। দেখানো হয়েছিল যে, আত্মপ্রকাশের জন্য প্রস্তুত নতুন সুপার থিন Galaxy S 25 Edge।
advertisement
2/8
চলতি বছরের শেষের দিকে তা বাজারে আসতে পারে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু সেই ফোনটি আত্মপ্রকাশ করতে আর বেশি সময় বাকি নেই। কারণ সোমবার অর্থাৎ ১২ মে পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা নাগাদ আনুষ্ঠানিক ডেবিউ হতে চলেছে এই ফোনটির।
চলতি বছরের শেষের দিকে তা বাজারে আসতে পারে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু সেই ফোনটি আত্মপ্রকাশ করতে আর বেশি সময় বাকি নেই। কারণ সোমবার অর্থাৎ ১২ মে পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা নাগাদ আনুষ্ঠানিক ডেবিউ হতে চলেছে এই ফোনটির।
advertisement
3/8
নতুন ফোনটির কয়েকটি মাত্র ছবিই দেখিয়েছে Samsung। পরিকল্পিত লঞ্চের আগেই এর লেআউটের কিছু বিষয় ফাঁস হয়ে গিয়েছে। Samsung-এর বর্তমান S25 লাইনআপের তুলনায় এই ফোনটি আরও পাতলা হবে। আর সবথেকে বড় কথা হল, এটি Galaxy S25 Ultra-র মতো অতটাও দামি হবে না। কিন্তু S25 লাইন-আপের বাকি ফোনগুলির মতো সকল ফিচারই থাকবে এতেও।
নতুন ফোনটির কয়েকটি মাত্র ছবিই দেখিয়েছে Samsung। পরিকল্পিত লঞ্চের আগেই এর লেআউটের কিছু বিষয় ফাঁস হয়ে গিয়েছে। Samsung-এর বর্তমান S25 লাইনআপের তুলনায় এই ফোনটি আরও পাতলা হবে। আর সবথেকে বড় কথা হল, এটি Galaxy S25 Ultra-র মতো অতটাও দামি হবে না। কিন্তু S25 লাইন-আপের বাকি ফোনগুলির মতো সকল ফিচারই থাকবে এতেও।
advertisement
4/8
নয়া উদ্ভাবনে সমৃদ্ধ: Samsung জানিয়েছে যে, Edge S25 যেন তাদের এক ইঞ্জিনিয়ারিং চমক। চমকপ্রদ ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফিচার আনার জন্য যথাসম্ভব চেষ্টা করে গিয়েছে এই ব্র্যান্ড। ফিচার ছাড়াও ক্যামেরার উপর মনোনিবেশ করেছে Samsung। যার ফলে এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
নয়া উদ্ভাবনে সমৃদ্ধ: Samsung জানিয়েছে যে, Edge S25 যেন তাদের এক ইঞ্জিনিয়ারিং চমক। চমকপ্রদ ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফিচার আনার জন্য যথাসম্ভব চেষ্টা করে গিয়েছে এই ব্র্যান্ড। ফিচার ছাড়াও ক্যামেরার উপর মনোনিবেশ করেছে Samsung। যার ফলে এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
advertisement
5/8
Samsung আরও জানিয়েছিল যে, মে মাসে খুব শীঘ্রই বাজারে আসবে এই ফোন। মূলত আগে লঞ্চ হওয়া iPhone Air-কে জোর টক্কর দিতেই এটির আগমন। শোনা যাচ্ছে যে, iPhone 17 air-এ থাকতে পারে প্রো-মোশন সাপোর্ট-সহ ৬.৬ ইঞ্চির OLED ডিসপ্লে এবং একটি সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা। আর এটি চালিত হবে A19 চিপ দ্বারা। আর এই আধুনিক চিপটি ডিজাইন করেছে Apple।
Samsung আরও জানিয়েছিল যে, মে মাসে খুব শীঘ্রই বাজারে আসবে এই ফোন। মূলত আগে লঞ্চ হওয়া iPhone Air-কে জোর টক্কর দিতেই এটির আগমন। শোনা যাচ্ছে যে, iPhone 17 air-এ থাকতে পারে প্রো-মোশন সাপোর্ট-সহ ৬.৬ ইঞ্চির OLED ডিসপ্লে এবং একটি সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা। আর এটি চালিত হবে A19 চিপ দ্বারা। আর এই আধুনিক চিপটি ডিজাইন করেছে Apple।
advertisement
6/8
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, Galaxy Edge 25 প্রথমে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া এবং চিনেই সীমাবদ্ধ থাকবে, আর সেটা হবে সাপ্লাইয়ের সমস্যার কারণে। অনেক পরেই তা রোল-আউট করা হবে।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, Galaxy Edge 25 প্রথমে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া এবং চিনেই সীমাবদ্ধ থাকবে, আর সেটা হবে সাপ্লাইয়ের সমস্যার কারণে। অনেক পরেই তা রোল-আউট করা হবে।
advertisement
7/8
ফাঁস হওয়া পুরনো তথ্য: এই ফোন পাওয়া যাবে Titanium Jet Black, Titanium Icy Blue এবং Titanium Silver রঙে। এই তথ্য ফাঁস করেছে WinFuture। আর নতুন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে থাকবে একটি ফ্ল্যাট ডিসপ্লে। সঙ্গে থাকবে সেন্টার্ড ক্যামেরা হোল আপ টপ। ফোনের বিজেলস থাকবে ইউনিফর্ম।
ফাঁস হওয়া পুরনো তথ্য: এই ফোন পাওয়া যাবে Titanium Jet Black, Titanium Icy Blue এবং Titanium Silver রঙে। এই তথ্য ফাঁস করেছে WinFuture। আর নতুন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে থাকবে একটি ফ্ল্যাট ডিসপ্লে। সঙ্গে থাকবে সেন্টার্ড ক্যামেরা হোল আপ টপ। ফোনের বিজেলস থাকবে ইউনিফর্ম।
advertisement
8/8
গ্লোবাল লঞ্চ: যদিও Samsung কোনও তথ্য প্রকাশ করেনি। এটি ১৩ মে সারা বিশ্বে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী ৩০ মে আমেরিকায় আত্মপ্রকাশ করবে এটি। তবে ভারতে লঞ্চের জন্য কিছু সময় অপেক্ষা করে যেতে হবে।
গ্লোবাল লঞ্চ: যদিও Samsung কোনও তথ্য প্রকাশ করেনি। এটি ১৩ মে সারা বিশ্বে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী ৩০ মে আমেরিকায় আত্মপ্রকাশ করবে এটি। তবে ভারতে লঞ্চের জন্য কিছু সময় অপেক্ষা করে যেতে হবে।
advertisement
advertisement
advertisement