বাজারে এসে গেল Galaxy S25! Samsung-এর ঝকঝকে স্মার্টফোন দেখলেই কিনতে ইচ্ছে করবে! জেনে নিন দাম
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
আসলে আরও একটি ঘোষণার টিজার এসেছিল সংস্থার তরফে। দেখানো হয়েছিল যে, আত্মপ্রকাশের জন্য প্রস্তুত নতুন সুপার থিন Galaxy S 25 Edge।
advertisement
advertisement
নতুন ফোনটির কয়েকটি মাত্র ছবিই দেখিয়েছে Samsung। পরিকল্পিত লঞ্চের আগেই এর লেআউটের কিছু বিষয় ফাঁস হয়ে গিয়েছে। Samsung-এর বর্তমান S25 লাইনআপের তুলনায় এই ফোনটি আরও পাতলা হবে। আর সবথেকে বড় কথা হল, এটি Galaxy S25 Ultra-র মতো অতটাও দামি হবে না। কিন্তু S25 লাইন-আপের বাকি ফোনগুলির মতো সকল ফিচারই থাকবে এতেও।
advertisement
advertisement
Samsung আরও জানিয়েছিল যে, মে মাসে খুব শীঘ্রই বাজারে আসবে এই ফোন। মূলত আগে লঞ্চ হওয়া iPhone Air-কে জোর টক্কর দিতেই এটির আগমন। শোনা যাচ্ছে যে, iPhone 17 air-এ থাকতে পারে প্রো-মোশন সাপোর্ট-সহ ৬.৬ ইঞ্চির OLED ডিসপ্লে এবং একটি সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা। আর এটি চালিত হবে A19 চিপ দ্বারা। আর এই আধুনিক চিপটি ডিজাইন করেছে Apple।
advertisement
advertisement
advertisement