Flipkart Big Billion Days Sale: ৮ অক্টোবর শুরু, আজই জানুন কোন ব্র্যান্ডের স্মার্টফোনে মিলবে কত ছাড়? মিস করবেন না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Flipkart Big Billion Days Sale 2023: Flipkart Big Billion Days Sale শুরু হওয়ার আগেই এই সকল ফোনে পাওয়া যাচ্ছে ধামাকা অফার।
*Flipkart-এর Big Billion Days সেল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। Flipkart Big Billion Days Sale শুরু হতে চলেছে আগামী ৮ অক্টোবর। Flipkart-এর প্লাস মেম্বাররা ৭ অক্টোবর থেকেই এই সেলের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছাড়াও স্মার্টফোনের উপরে থাকতে চলেছে আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি।
advertisement
*Moto G14, Samsung Galaxy F13, Samsung Galaxy F04, Google Pixel 7 এবং অন্যান্য ব্র্যান্ড-সহ বেশ কিছু স্মার্টফোন ইতিমধ্যেই Flipkart-র ওয়েবসাইটে তালিকাভুক্ত এবং ই-কমার্স প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ৷ কিন্তু, Flipkart Big Billion Days Sale শুরু হওয়ার আগেই এই সকল ফোনে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। সংগৃহীত ছবি।
advertisement
*Samsung Galaxy F04 : Samsung Galaxy F04 মাত্র ৬৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির আসল দাম ১১৪৯৯ টাকা। এই ফোন দুটি রঙের বিকল্পে উপলব্ধ। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD ডিসপ্লে এবং ১৩MP + ২MP রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সামনের ক্যামেরাটি ৫-মেগাপিক্সেলের। এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং Mediatek Helio P35 প্রসেসর দ্বারা চালিত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*Moto G14 : যাঁরা ১০,০০০ টাকার কমে স্মার্টফোন খুঁজছে, তাঁদের জন্য Moto G14 হল আরেকটি উপযুক্ত বিকল্প। ফোনটির আসল দাম ১২,৯৯৯ টাকা। Flipkart Big Billion Days Sale-এর অংশ হিসাবে, ফোনটি ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে এবং ডলবি অ্যাটমস-চালিত স্পিকার রয়েছে। এই ফোনে একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে এবং এটি T616 প্রসেসরে চলে। সংগৃহীত ছবি।
advertisement
*Moto G32 : Moto G32 ফোনেও ভারী ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম ১৮,৯৯৯ টাকা হলেও সেটি ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে একটি ৬.৫ইঞ্চির ফুল HD ডিসপ্লে, ৫০০০mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ৫০MP + ৮MP + ২MP রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর সামনের ক্যামেরাটি ১৬MP। ফোনটি Qualcomm Snapdragon ৬৮০ প্রসেসর দ্বারা চালিত এবং ৯০Hz রিফ্রেশ রেট যুক্ত।- সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*Google Pixel 7 : Google Pixel 7 বিগত বছরের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। Flipkart-এ এই ফোনের উপরে বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম ৩৬,৪৯৯ টাকায় নামিয়ে আনা যেতে পারে। মূলত এই ফোনটি ভারতে ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। Google Pixel 7 ফোনে ২৪০০ x ১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৩২ইঞ্চির স্ক্রিন রয়েছে। এর ডিসপ্লে একটি চিত্তাকর্ষক ৯০Hz রিফ্রেশ রেট এবং ১৪০০nits এর পিক ব্রাইটনেস প্রদান করে। ফোনটি টেনসর G2 চিপ দ্বারা চালিত এবং ৮GB পর্যন্ত RAM এবং ২৫৬GB পর্যন্ত স্টোরেজ যুক্ত। এর ৪৩৫৫mAh Li-Ion ব্যাটারি ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। সংগৃহীত ছবি।