E20 পেট্রোল নিয়ে আতঙ্ক! মাইলেজ কমে যাচ্ছে! ইঞ্জিনের বারোটা বাজবে! আসল সত্যিটা শুনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
E20 Petrol- জেনে রাখা ভাল, ইথানলের ক্যালোরিফিক মান পেট্রোলের চেয়ে কম। ফলে ২০% ইথানল মেশানো পেট্রোল গাড়ি বা বাইকে ব্যবহার করা হলে মাইলেজ কমবে। প্রতি লিটার জ্বালানিতে উৎপন্ন শক্তি কিছুটা কমবে।
advertisement
ভারত সরকার যানবাহনে ২০% ইথানল মিশ্রিত পেট্রোল (E20) চালু করার কাজ শুরু করেছে। অন্য দেশ থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং কৃষকদের থেকে উৎপাদিত আখ, ভুট্টার ব্যবহার বাড়ানো এই পরিকল্পনার উদ্দেশ্য। এদিকে প্রশ্ন উঠছে, এই জ্বালানি কি সত্যিই গাড়ির মাইলেজ কমাতে পারে? এক কথায় উত্তর হল হ্যাঁ।
advertisement
জেনে রাখা ভাল, ইথানলের ক্যালোরিফিক মান পেট্রোলের চেয়ে কম। ফলে ২০% ইথানল মেশানো পেট্রোল গাড়ি বা বাইকে ব্যবহার করা হলে মাইলেজ কমবে। প্রতি লিটার জ্বালানিতে উৎপন্ন শক্তি কিছুটা কমবে। মাইলেজ প্রায় ২% থেকে ৫% কমে হতে পারে। নতুন গাড়ি বা বাইক ধীরে ধীরে E20-Compatible Engine দিয়ে তৈরি হচ্ছে। ফলে সেগুলিতে খুব একটা সমস্যা হবে না। তবে পুরনো গাড়ি বা বাইকে সমস্যা হতে পারে।
advertisement
100-Octane ছাড়া প্রতিটি পেট্রোল গ্রেড এখন E20: E20-র বিষয়টা স্পষ্ট ভাবে বোঝার জন্য সোশ্যাল মিডিয়া মারফত Indian Oil, Hindustan Petroleum (HP), Bharat Petroleum (BP) এবং Shell-এর মতো তেল সংস্থাগুলির কাছে প্রশ্ন রেখেছিলেন সাধারণ মানুষ। তাদের তরফে জানানো হয়েছে যে, প্রিমিয়াম অথবা হাই-অক্টেন পেট্রোলে কম ইথানল মিশ্রণ বা ইথানল ব্লেন্ড রয়েছে। অর্থাৎ এর পরিমাণ E10 অথবা E15।
advertisement
advertisement