AC : এসির রিমোটে লুকিয়ে 'গোপন' সুইচ! ইলেকট্রিক বিল নামিয়ে আনে অর্ধেকে! শিখে নিন কায়দা

Last Updated:
Air Conditioner- এসি তো চালান, জানেন কি, এসির রিমোটে থাকে একটি গোপন সুইচ। সেই সুইচ আপনার অনেক টাকা বিদ্যুতের বিল বাঁচিয়ে দিতে পারে। জেনে নিন সেই গোপন সুইচ কোনটা!
1/6
এসি কেনার কথা ভাবছেন অনেকেই। তবে এসি মানেই প্রচুর বিদ্যুৎ খরচ। তবে চিন্তার কিছু নেই। কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে। আসল কথা, এসি, কুলার, পাখার সঠিক ব্যবহার জানতে হবে। তা হলেই কেল্লাফতে!
এসি কেনার কথা ভাবছেন অনেকেই। তবে এসি মানেই প্রচুর বিদ্যুৎ খরচ। তবে চিন্তার কিছু নেই। কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে। আসল কথা, এসি, কুলার, পাখার সঠিক ব্যবহার জানতে হবে। তা হলেই কেল্লাফতে!
advertisement
2/6
বিশেষজ্ঞরা বলছেন, এসি-এর তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। অনেকে বলতে পারেন, ২৬ ডিগ্রিতে কী আর ঘর তেমন ঠান্ডা হবে? এই জন্যই এসি-এর সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসি-এর উপরেও অতিরিক্ত চাপ পড়বে না।
বিশেষজ্ঞরা বলছেন, এসি-এর তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। অনেকে বলতে পারেন, ২৬ ডিগ্রিতে কী আর ঘর তেমন ঠান্ডা হবে? এই জন্যই এসি-এর সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসি-এর উপরেও অতিরিক্ত চাপ পড়বে না।
advertisement
3/6
নিয়মিত এসি পরিস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর এয়ার ফিল্টার পরিস্কার করতে হবে। ধুলো জমলে এসি-এর কুলিং ক্ষমতা কমে যায়। ফলে বেশি সময় চালাতে হয়। বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই এসির ফিল্টার পরিষ্কার করা জরুরি একটি কাজ বলে মনে করবেন।
নিয়মিত এসি পরিস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর এয়ার ফিল্টার পরিস্কার করতে হবে। ধুলো জমলে এসি-এর কুলিং ক্ষমতা কমে যায়। ফলে বেশি সময় চালাতে হয়। বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই এসির ফিল্টার পরিষ্কার করা জরুরি একটি কাজ বলে মনে করবেন।
advertisement
4/6
প্রায় প্রতিটি এসিতে ইকো মোড থাকে। এই ইকো মোডে এসি চালালে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। এই ইকো মোড অন করার সুইচ সম্পর্কে অনেকেই জানেন না। জানলেও খেয়াল করেন না বা এর ব্যবহার জানেন না। এইফ সুইচ কিন্তু মুশকিল আসান হতে পারে।
প্রায় প্রতিটি এসিতে ইকো মোড থাকে। এই ইকো মোডে এসি চালালে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। এই ইকো মোড অন করার সুইচ সম্পর্কে অনেকেই জানেন না। জানলেও খেয়াল করেন না বা এর ব্যবহার জানেন না। এইফ সুইচ কিন্তু মুশকিল আসান হতে পারে।
advertisement
5/6
এসির সঙ্গে পাখা চালাতে পারেন কিছুক্ষণ। তার পর ঘর ঠাণ্ডা হয়ে গেলে বন্ধ করে দিতে পারেন। আপনার ঘরে যদি সরাসরি সূর্যালোক না পড়ে, তা হলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এসির কাজও কমবে।
এসির সঙ্গে পাখা চালাতে পারেন কিছুক্ষণ। তার পর ঘর ঠাণ্ডা হয়ে গেলে বন্ধ করে দিতে পারেন। আপনার ঘরে যদি সরাসরি সূর্যালোক না পড়ে, তা হলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এসির কাজও কমবে।
advertisement
6/6
ঘরে সরাসরি সূর্যের আলো পড়লে এসির কাজ বাড়ে। যেমন আপনার যদি একতলা বাড়ি হয়, তা হলে ঘর ঠান্ডা হতে সময় কিছুটা বেশি লাগবে। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ এসি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারেন। তার পর ঘর কিছুটা ঠাণ্ডা হয়ে গেলে ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করতে পারেন। তাতেও ইলেকট্রিক বিল কিছুটা সাশ্রয় করতে পারবেন।
ঘরে সরাসরি সূর্যের আলো পড়লে এসির কাজ বাড়ে। যেমন আপনার যদি একতলা বাড়ি হয়, তা হলে ঘর ঠান্ডা হতে সময় কিছুটা বেশি লাগবে। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ এসি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারেন। তার পর ঘর কিছুটা ঠাণ্ডা হয়ে গেলে ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করতে পারেন। তাতেও ইলেকট্রিক বিল কিছুটা সাশ্রয় করতে পারবেন।
advertisement
advertisement
advertisement