AC : এসির রিমোটে লুকিয়ে 'গোপন' সুইচ! ইলেকট্রিক বিল নামিয়ে আনে অর্ধেকে! শিখে নিন কায়দা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner- এসি তো চালান, জানেন কি, এসির রিমোটে থাকে একটি গোপন সুইচ। সেই সুইচ আপনার অনেক টাকা বিদ্যুতের বিল বাঁচিয়ে দিতে পারে। জেনে নিন সেই গোপন সুইচ কোনটা!
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, এসি-এর তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। অনেকে বলতে পারেন, ২৬ ডিগ্রিতে কী আর ঘর তেমন ঠান্ডা হবে? এই জন্যই এসি-এর সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসি-এর উপরেও অতিরিক্ত চাপ পড়বে না।
advertisement
advertisement
advertisement
advertisement
ঘরে সরাসরি সূর্যের আলো পড়লে এসির কাজ বাড়ে। যেমন আপনার যদি একতলা বাড়ি হয়, তা হলে ঘর ঠান্ডা হতে সময় কিছুটা বেশি লাগবে। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ এসি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারেন। তার পর ঘর কিছুটা ঠাণ্ডা হয়ে গেলে ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করতে পারেন। তাতেও ইলেকট্রিক বিল কিছুটা সাশ্রয় করতে পারবেন।