AC: এসি কিনেছেন, বিল আসছে অনেক টাকা! যে 'ভুল' অনেকে করেন, আপনি করছেন না তো?

Last Updated:
সবার প্রথমে মনে রাখবেন, সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) জানিয়েছে, আমাদের শরীরের জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিকঠাক।
1/6
গরমে এসি কেনার কথা ভাবছেন অনেকেই। তবে আবার বিদ্যুতের বিলের কথা ভেবে পিছিয়ে আসেন। জানেন কি, হিসেব করে এসি চালালে কিন্তু খুব বেশি বিল আসার কথা নয়। তবে কিছু ভুল করলে মুশকিল।
গরমে এসি কেনার কথা ভাবছেন অনেকেই। তবে আবার বিদ্যুতের বিলের কথা ভেবে পিছিয়ে আসেন। জানেন কি, হিসেব করে এসি চালালে কিন্তু খুব বেশি বিল আসার কথা নয়। তবে কিছু ভুল করলে মুশকিল।
advertisement
2/6
সবার প্রথমে মনে রাখবেন, সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) জানিয়েছে, আমাদের শরীরের জন্য  ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিকঠাক। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল ঠিকঠাক আসতে পারে।
সবার প্রথমে মনে রাখবেন, সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) জানিয়েছে, আমাদের শরীরের জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিকঠাক। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল ঠিকঠাক আসতে পারে।
advertisement
3/6
মনে রাখবেন, এসি যে ঘরে চলছে সেটি যেন ঠিকঠাক এয়ার টাইট হয়! না হলে কিন্তু এসি ঘর ঠান্ডা করতে অনেকটা সময় নেবে। আর তার ফলে বিল উঠতে থাকবে অনেকটাই বেশি।
মনে রাখবেন, এসি যে ঘরে চলছে সেটি যেন ঠিকঠাক এয়ার টাইট হয়! না হলে কিন্তু এসি ঘর ঠান্ডা করতে অনেকটা সময় নেবে। আর তার ফলে বিল উঠতে থাকবে অনেকটাই বেশি।
advertisement
4/6
অনেকে রিমোট ব্যবহার করে এসি বন্ধ করেন। কিন্তু সুইচ বন্ধ করেন না। ফলে আউটডোর ইউনিট চলতে থাকে। যার ফলে বিদ্যুতের বিল বেশি আসতে পারে।
অনেকে রিমোট ব্যবহার করে এসি বন্ধ করেন। কিন্তু সুইচ বন্ধ করেন না। ফলে আউটডোর ইউনিট চলতে থাকে। যার ফলে বিদ্যুতের বিল বেশি আসতে পারে।
advertisement
5/6
রাতে এসি ব্যবহার করার সময় টাইমার ব্যবহার করতে পারেন। এতে আপনি ঘুমিয়ে পড়লেও এসি সময়মতো বন্ধ হবে। আর তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হতে পারে।
রাতে এসি ব্যবহার করার সময় টাইমার ব্যবহার করতে পারেন। এতে আপনি ঘুমিয়ে পড়লেও এসি সময়মতো বন্ধ হবে। আর তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হতে পারে।
advertisement
6/6
সপ্তাহে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করতে পারেন। এসি সময়মতো সার্ভিস করাটাও খুব দরকারি একটা কাজ।
সপ্তাহে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করতে পারেন। এসি সময়মতো সার্ভিস করাটাও খুব দরকারি একটা কাজ। এসির সঙ্গে ফ্য়ান চালাতে পারেন। তাতে এসির তাপমাত্রা খুব বেশি কমাচে হবে না।
advertisement
advertisement
advertisement