প্রত্যাশামতোই বাড়ল লকডাউন ৷ আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা মঙ্গলবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু লকডাউন বৃদ্ধির ঘোষণা নয়, করোনা মোকাবিলায় মোদি দিলেন ৭ মন্ত্র। ৭ মন্ত্রের মধ্যে একটি হচ্ছে Aarogya Setu অ্যাপ। তিনি বললেন করোনার সংক্রমণ ছড়ানো বন্ধ করতে অবশ্যই ডাউনলোড করুন আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ৷ অন্যদেরও এই অ্যাপ ডাউনলোড করার জন্য অনুপ্রাণিত করুন ৷ জেনে নিন কী এই Aarogya Setu অ্যাপ
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘Aarogya Setu’ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ। ব্লুটুথে কাটিং এজ পদ্ধতি, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। জেনে নিন ঠিক কী ভাবে ব্যবহার করতে হয়
এই অ্যাপ সহজে নিজের বৃত্তের মধ্যে থাকা অন্য স্মার্টফোনগুলি, যেগুলিতে আরোগ্য সেতু ইনস্টল করা আছে, সেগুলি চিহ্নিত করতে পারবে। তারপর অ্যাপ হিসাব করে দেখবে আপনার আশেপাশে থাকা লোকেদের থেকে আপনার করোনা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে জানা যাবে কোনও করোনা আক্রান্ত ব্যাক্তি আপনার থেকে ঠিক কত দূরে আছে
ব্যবহারকারীর স্মার্টফোনের ব্লুটুথ/জিপিএস (Bluetooth/ GPS) এর রেঞ্জে অন্যান্য ডিভাইসের সঙ্গে অ্যাপও এক লহমায় ডিটেক্ট করে নিতে পারে আরোগ্য সেতু। আপনার পরিচিত কেউ বা আপনার সঙ্গে খুব সম্প্রতিই যোগাযোগ হয়েছে এমন কেউ COVID-19 এ আক্রান্ত হলে এই অ্যাপ আপনাকে সজাগ করে দেবে। পাশাপাশিই আপনার এলাকায় কারও যদি করোনার উপস্থিতি দেখা যায়, তাহলে সে খবরও আপনাকে দিয়ে দিতে সক্ষম এই আরোগ্য সেতু।